এবারের বিশ্বকাপের থিম সং নাকি মার ঘুরিয়ে নাকি কি জানি! গানটা এতই ফালতু যে একবার শুনেই কম্পু থেকে ডিলিট করে দিয়েছি। তাই নামটাও মনে করতে পারছি না! কিছুদিন আগে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ সং শত আশা সম্পর্কে লিখেছিলাম। শত আশা নিঃসন্দেহে বেশ ভাল গান…
তবে আজকে রংমহলের মাটি ভাই এই টপিকে যে গানের খোঁজ দিলেন তা শুনে সত্যিই ছোট খাট একটা ধাক্কা খেলাম! মেজাজটা অষ্টম আসমান ছাড়িয়ে নবম আসমান স্পর্শ করেছে!!! এইরকম গান থাকতেও থিম সং নাকি মার ঘুরিয়ে টাইপের গান!
অসাধারণ এই গানটি শুনুন ইউ টিউব থেকে।
নামানোর সাথে সাথেই ১০/১২বার শুনে ফেলেছি। অসাধারণ একটা গান….
না শুনলে মিস আগেই বলে রাখলাম!!!