নীতিমালা

  • আমার ঠিকানা… বর্তমানে সম্পূর্ণভাবে অলাভজনক ব্যক্তিগত ওয়েবসাইট।
  • ব্লগটিতে যেকোন পাঠক মাত্রই সদস্য হয়ে পোস্ট লিখতে পারবে। তবে আনরেজিস্টার্ড ইউউজারদের কেবলমাত্র মন্তব্যে অংশগ্রহনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।
  • মন্তব্যে অহেতুক অপ্রয়োজনীয় লিংক দেয়া থেকে বিরত থাকুন। লিংকের সাথে সাথে আপনার প্রয়োজনীয় মন্তব্যটিও মুছে দেয়া হতে পারে।
  • কপিরাইট লঙ্ঘন করে এমন কোনো উপাদনই এই ব্লগে প্রকাশ করা যাবে না, প্রয়োজনে উপাদানের উৎস উল্লেখ্য করতে হবে। উৎস হিসেবে কোনো ওয়েবসাইটের হোমপেজ উল্লেখ না করে কেবলমাত্র উপাদানের পেজের লিংক উল্লেখ করতে হবে।
  • সদস্যগণকে ফ্লাডিং, ব্যক্তিগত চরিত্র হরণ, ধর্মীয়, রাজনৈতিক, অমার্জিত, অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
  • কোনো অবস্থাতেই বিনানুমতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার বিজ্ঞাপন প্রকাশ বা প্রচারণা করা যাবে না।
  • পূর্ব ঘোষনা ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো নীতিমালায় পরির্বতন আনতে পারবেন।
  • ব্লগ পোষ্ট এবং মন্তব্য প্রকাশের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে গন্য হবে।