Categories
কম্পিউটার বিষয়ক

হোস্টিং বাটপারি এড়িয়ে চলুন! এসে গেছে Melbweb!

কিছুদিন আগে হোস্টিং অভিজ্ঞতা সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলাম। আশা করি সবাই সেটা পড়েছেন। অবসরের কল্যাণে এখনও বহাল তবিয়তেই আছি। বর্তমানে সাইটটি ফ্রি হোস্টিং থেকে প্রিমিয়াম হোস্টিং এ ট্রান্সফার হয়েছে। কারণ অবসর.কম পরিণত হয়েছে socheaphost.com এ। এবং এখন কোন ফ্রি অফার নেই।

কিন্তু বাংলার নতুন প্রজন্ম তো আর থেমে থাকবে না। আর সবার এমন টাকাও নেই যে একেবারে শুরু থেকেই প্রিমিয়াম হোস্টিং ইউজ করতে হবে। কিন্তু বর্তমানে হোস্টিং বাটপারি’র যে কোন শেষ নেই। কত জনের যে কত অভিযোগ! বিনা নোটিশে সাসপেন্ড, সব ডাটা ডিলিটেড, ইচ্ছা করে হোস্টিং ডাউন করে রাখা আরও কত কী!

এই বাটপারি ও ভন্ডামি’র যুগে ভাল এবং মানসম্মত একটি হোস্টিং কোম্পানী’র সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমার আজকের এই পোস্ট।

আমি আজকে নতুন যে হোস্টিং কোম্পানী’র সাথে পরিচয় করিয়ে দেব সেটি হল Melbweb || MS Internet Service.

এই হোস্টিং কোম্পানীটি’র সাথে পরিচয় হয়েছে কিছুদিন আগেই। এই হোস্টিং এর কিছু কিছু ফিচার আমার বেশ দারুণ লেগেছে। তাছাড়া ৯৯.৫% আপটাইম গ্যারান্টি, ৩০ দিনের মানিব্যাক গ্যারান্টি, বাংলাদেশের ১০ম শ্রেনীর নিচের ছাত্রদের জন্য 750 টাকার প্যাকেজ ফ্রিতে দেওয়া ইত্যাদি বেশ কিছু বিষয় ভাল লেগেছে। সবচেয়ে ভাল লেগেছে যে বিষয়টি ভাল লেগেছে সেটি হল খুব স্ট্রেট ফরোয়ার্ড। লুকোচুরির কোন বালাই নেই। “ইচ্ছা হলে নাও, না নিলে নিও না” এই টাইপ!

বাংলাদেশের মানুষের জন্য তিনটা প্যাকেজ আছে দেখলাম। অফার গুলি ভালৈ।

১) স্টার্টার প্যাকেজ
২) স্ট্যান্ডার্ড প্যাকেজ
৩) প্লাটিনাম প্যাকেজ

স্টার্টার প্যাকেজ

  • 200 MB Space
  • 2000 MB Bandwidth
  • 99.5 % Uptime Guarantee
  • Free Setup
  • 24/7 Support

এই প্যাকেজটি ফ্রি। তবে সবার জন্য নয় অবশ্যই স্টুডেন্ট হওয়া লাগবে। তবে আপনি যদি যেকোন ইউনিভার্সিটি’র বা তার নীচের ক্যাটেগরির বর্তমান স্টুডেন্ট হন তবেই আপনি এই প্যাকেজের উপযুক্ত হবেন। আর এই প্যাকেজটি এক্টিভেট করতে অবশ্যই আপনাকে সেশনসহ আইডিকার্ড (ছবিসহ) দেখানো লাগবে। নাহলে একাউন্ট এক্টিভেট ই হবে না। স্ট্রেট ফরওয়ার্ড!

আর এ প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন এই পেজে

স্ট্যান্ডার্ড প্যাকেজ

এই অফারটি যারা মাত্র শুরু করেছেন, করতে চাচ্ছেন অথবা এখনকার হোস্টিং এ সন্তোষ্ট না সবার জন্যই উপযুক্ত। আর এই অফারটির মূল্য প্রতিবছরে ৭৫০ টাকা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল এটি প্রত্যেক বাংলাদেশী স্টুডেন্ট যারা দশম শ্রেণীর নীচে পড়ছে তারা ইউজ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে এজন্য অবশ্যই তার ফটোসহ আইডিকার্ড, যাতে তার সেশণ (যেমন ২০১০,২০১১ অথবা ২০১০-২০১১) লেখা থাকবে। বিস্তারিত দেখতে পাবেন এই পাতায়।

এই প্যাকেজটির বিস্তারিতঃ

  • 500 MB Space
  • 5000 MB Bandwidth
  • 99.5 % Uptime Guarantee
  • Free Setup
  • 24/7 Support

স্টুডেন্ট ছাড়া অন্যদের জন্য ৭৫০ টাকা প্রতিবছর। এ সংক্রান্ত টার্মস এন্ড কন্ডিশন্স
গুলো পাবেন এই পাতায়।

আর এ সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন এই পেজে

প্লাটিনাম প্যাকেজ

প্লাটিনাম প্যাকেজটিতে রয়েছে সবচেয়ে বেশী সুবিধা। শর্ট ডিটেল্সঃ

  • 1000 MB Space
  • 10000 MB Bandwidth
  • 99.5 % Uptime Guarantee
  • Free Setup
  • 24/7 Support

এই প্যাকেজটির বাৎসরিক খরচ হবে ১০০০ টাকা।

আর এ সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন এই পেজে

আশা করছি প্যাকেজগুলো আপনাদের ভাল লাগবে। আর মূল সাইট হল এখানে
http://melbweb.com

এত কষ্ট করে আমি কেন লিখলাম?
আমি লিখলাম কারণ আমার সম্প্রতি চালু হওয়া ইংলিশ ব্লগিং সাইট http://SaifHassan.Info ওখানেই হোস্ট করেছি। এবং সার্ভিস নিয়ে আমি সন্তোষ্ট। 🙂


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts sent to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading