দমকা দমকা হাওয়াতে কিছু সময় যেন থমকে গেল। মুষল বৃষ্টিতে যেন সবাই একটু অলস বোধ করছে। কেউ ঠাঁই নিয়েছে অট্টালিকার ছোট্ট কার্নিশে, কেউ চেষ্টা করছে পাড়ার চায়ের দোকানে ২ ফিট চউড়া প্লাস্টিকের চালা তে মাথা গুজে বেঁচে যেতে; কাজ অবশ্য তেমন কিছু হচ্ছে না। মুষল ধারা যেন পণ করেছে সবাইকে কাকভেজা না করে আজ থামবে না। বাবাদের অবশ্য এই শিলাবৃষ্টির মধ্যেও দেখা গেল বাড়ি ফেরার তাড়া, অবিচল হেঁটে চলছে তারা। মাঝে মাঝে কয়েকটা পাজেরো, করোলা, আর এলিয়ন ওয়াইপার ওয়াইপ করতে করতে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে দূরের রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টায়রত।
আমরা? আমরা এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে ভাবছি “জীবন টা নেহায়েত মন্দ নয়”
Discover more from আমার ঠিকানা...
Subscribe to get the latest posts sent to your email.
অসাধারণ ❤️
ধন্যবাদ ❤️