Categories
আমার যত কথা

বর্ষণমুখর সন্ধ্যা – ৫ মে ২০২৪

দমকা দমকা হাওয়াতে কিছু সময় যেন থমকে গেল। মুষল বৃষ্টিতে যেন সবাই একটু অলস বোধ করছে। কেউ ঠাঁই নিয়েছে অট্টালিকার ছোট্ট কার্নিশে

দমকা দমকা হাওয়াতে কিছু সময় যেন থমকে গেল। মুষল বৃষ্টিতে যেন সবাই একটু অলস বোধ করছে। কেউ ঠাঁই নিয়েছে অট্টালিকার ছোট্ট কার্নিশে, কেউ চেষ্টা করছে পাড়ার চায়ের দোকানে ২ ফিট চউড়া প্লাস্টিকের চালা তে মাথা গুজে বেঁচে যেতে; কাজ অবশ্য তেমন কিছু হচ্ছে না। মুষল ধারা যেন পণ করেছে সবাইকে কাকভেজা না করে আজ থামবে না। বাবাদের অবশ্য এই শিলাবৃষ্টির মধ্যেও দেখা গেল বাড়ি ফেরার তাড়া, অবিচল হেঁটে চলছে তারা। মাঝে মাঝে কয়েকটা পাজেরো, করোলা, আর এলিয়ন ওয়াইপার ওয়াইপ করতে করতে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে দূরের রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টায়রত।

ভিজতে ভিজতে এক কাঁপ ধোঁয়া ওঠা গরম চাতে চুমুক দেওয়া আমি

আমরা? আমরা এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে ভাবছি “জীবন টা নেহায়েত মন্দ নয়”


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

2 replies on “বর্ষণমুখর সন্ধ্যা – ৫ মে ২০২৪”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।