JSC Details রেজাল্ট দেখুন পাবলিশ হওয়ার আগেই!!!| গোল্ডেন A+ পেয়েছি।

বেশ অবাক হচ্ছেন মনে হয় ওয়েবসাইট থেকে পাবলিশ না হওয়ার আগেই কিভাবে ডিটেলড রেজাল্ট পাওয়া যাবে?
চিন্তা নাই! যতক্ষণ সারিম ভাই আছে ততক্ষণ আর চিন্তা কী!!!
সারিম ভাই কিছু টিপ্স দিয়েছিল আমাকে। ওটার ভিত্তিতেই বের করে ফেলেছি কিভাবে ডিটেইল্ড রেজাল্ট জানতে হবে।
ব্যাপারটা ইজি!
১) educationboardresults.gov.bd তে যেয়ে Save page করুন।
২) যে HTML পাতাটি সেভ হবে সেটি আপনার পছন্দ মত IDE দিয়ে খুলুন। (নোটপ্যাড হলেও অসুবিধা নাই!)
৩) ctrl+f চেপে shortresult.php খুঁজে বের করুন।
৪) রিপ্লেস করুন result.php নামে।
৫) সেভ করুন।
এবার ওটা ব্রাউজার দিয়ে খুলুন আর মজা দেখুণ!

অথবা
এই জিপ ফাইলটি নামিয়ে এক্সট্রাক্ট করুন।
তারপর JSC.html ওপেন করুন। রোল নাম্বার দিন এবং মজা দেখুন!

সারিম ভাইরে কোটি কোটি ধইন্যা!

আমার ডিটেল্স রেজাল্টঃ

Update:
অলরেডি অফিসিয়ালি দিয়ে দিছে। যারা দেখতে পারছেন না তারা নীচের লিংকে ক্লিক করুন।
http://www.educationboardresults.gov.bd/jsc_details.php