আগামীকাল ঈদ!
ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি!
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ!
ঈদের এই খুশিকে আরো বাড়াতে প্রতিটি চ্যানেল বিভিন্ন ঈদ নাটক এবং প্রোগ্রামের আয়োজন করে!
কিন্তু বর্তমানে এত চ্যানেল হয়েছে যে কোন নাটক কোনদিক থেকে মিস হয়ে যায় টেরই পাওয়া যায় না!
তাই আমি একটা সময়সূচী লিথে ফেলেছি!
এতে যা থাকছেঃ
১) ঈদের সাত দিনের সকল চ্যানেলের ভাল ভাল নাটকের লিস্ট
২) ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম ক্রমানুসারে সাজানো আছে
৩) যে নাটকগুলো দেখাই লাগবে তাতে আন্ডারলাইন করা আছে।
সময়সূচীটি ডাউনলোড করুন এখান থেকে
আশা করি আপনাদের ভাল লাগবে।
ঈদ মোবারক
এই পোস্টের মাধ্যমে আমার ব্লগের সকল ভিজিটর, শুভানুধ্যায়ী, লেখকসহ সকল মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি।
আপনার ঈদ হোক আনন্দের!!!
ঈদের এই ওয়ালপেপারটি তৈরী করেছেন প্রিয় শিমুল ভাই। তার অনুমতি সাপেক্ষে এটি অল্পে একটু এডিট করে এখানে প্রকাশ করা হল।
Add your first comment to this post