Categories
কম্পিউটার বিষয়ক বাংলায় কম্পিউটিং

এল অভ্র’র নতুন ভার্সন: 4.5.3! (আপডেটেড)

ইউনিকোডে বাংলা লেখার শ্রেষ্ঠতম সফ্টও্য়্যার কোনটি? নিঃসন্দেহে অভ্র! অভ্র’র প্রত্যাবর্তনের ফলেই ইন্টারনেটে বাংলা লেখা আজ এতটা সহজ! প্রোগ্রামার মেহদী হাসান খানের তৈরী অভ্র প্রতিটি বাঙালীর মনে জায়গা করে নিয়েছে। কিছুদিন ধরেই অভ্র’র ইউনিবিজয় লেআউট নিয়ে ঝামেলা হচ্ছিল তার অবসান ঘটেছে নতুন এই ভার্সনে। ফলে অভ্র’র উপর আনন্দ কম্পিউটার্স যে অভিযোগ আনছিল সেটির দিনও আজ শেষ! অভ্র এখন সম্পূর্ণ মুক্ত! পুরাতনকে পিছনে ফেলে অভ্র এগিয়ে যাবে দুর্বার গতিতে এটিই আমাদের সবার কামনা…

অভ্র 4.5.3

গতকাল ২০ আগস্ট রিলিজ হয়েছে অভ্র’র নতুন এই ভার্সন। নতুন কিছু সুবিধা যুক্ত হয়েছে এতে। এগুলো হল:

  1. উইন্ডোজ সেভেন কম্পাটিবিলিটি (বাংলা মোডে আসতে যে সমস্যা হত ওটা ঠিক হয়ে গিয়েছে! )
  2. অটো আপডেট চেক করার সময় যে সমস্যা ছিল তা ঠিক করা হয়েছে।
  3. ইউনিবিজয় কিবোর্ড লেআউট সরিয়ে ফেলা হয়েছে (সম্ভবত এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট)
  4. নতুন দুটি লেআউট যুক্ত হয়েছে–প্রভাত এবং মুনির (অপটিমা)> Fixed R-Zofola issue.
  5. Now using ZWJ instead of ZWNJ.
  6. > Fixed default text in some textbox.
  7. > Unibijoy keyboard layout was accidentally supplied with the portable edition. Now it is removed.

পুরাতন লেআউট ইউজ করতে চাইলে

আপনি যদি অভ্র’র পুরাতন লেআউট ইউজ করতে চান তাহলে C:\Program Files\Avro Keyboard\Keyboard Layouts এখান থেকে UniBijoy.avrolayout ফাইলটি নতুন অভ্র কিবোর্ডের ইন্সটলেশন ফোল্ডারে পেস্ট করে দিন। তাহলেই আপনি আপনার প্রিয় ইউনিবিজয় মোড ফিরে পাবেন। অভ্র’র পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব
এরজন্য আমার বানানো দি বস লেআউট টাও চেখে দেখতে পারেন!

ডাউনলোড

অভ্র’র নতুন ভার্সন ডাউনলোড করতে চাইলে অমিক্রনল্যাবের ওয়েবসাইটটি দেখুন।


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts sent to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading