Categories
মুঠোফোন

Xiaomi’র MI2 – S3/iPhone5 Killer.

আজকে সকাল থেকে তেমন কাজ ছিল না। ব্লগে কি পোস্ট দিব ভেবে এডিটর খুলে রেখে একটু ঘুরাঘুরি করতেছিলাম। কেমনে কেমনে জানি একটা চাইনিজ সেটের ওয়েবসাইটে ঢুকে পড়ছিলাম যারা চায়নার নতুন সেটগুলো রিভিউ করে ইংলিশে। দেখতে দেখতে Xiaomi কোম্পানীর একটা নতুন সেট পাইলাম। কনফিগ দেখে তো টাস্কি! surprised কনফিগ তো চক্ষু চড়কগাছ! surprised surprised surprised সমস্যা হল ভাল ভাল সাইটে এসব চরম চাইনিজ সেটগুলো নিয়ে তেমন রিভিউ করে না। Xiaomi Mi2এর কনফিগটা দেখুন শুধু!

Cnet এর একটা আর্টিকেল পেলাম সার্চ দিয়ে। এনগ্যাজেটও লিখেছিল। কিন্তু কারও চোখে পড়ে নাই! sad

Retailing at just 1,999 Chinese yuan (US$313), you would expect the handset to pack really low to midrange hardware.

That’s not the case with the MI-Two–at a glance, it comes with a 4.3-inch IPS HD display (1,280 x 720 pixels), 342 PPI (better than Retina display), a quad-core processor from Qualcomm (the Snapdragon S4 Pro), 2GB RAM, 16GB of onboard storage, and an 8-megapixel camera that uses a second generation backside-illuminated (BSI) sensor.

ডিজাইনটাও সেরকম! আমার কাছে S3 এর চাইতে বহুগুণে সুন্দর লেগেছে! thumbs_up thumbs_up thumbs_up
http://st2.gsmarena.com/vv/pics/xiaomi/xiaomi-mi2.jpg
http://st2.gsmarena.com/vv/pics/xiaomi/xiaomi-mi2-2.jpg

ওদের প্রেজেন্টেশনটাও এপলের মত দেখা যায় tongue_smile (যদিও চাইনিজ sad )
http://www.blogcdn.com/www.engadget.com/media/2012/08/dsc0462.jpg
http://www.blogcdn.com/www.engadget.com/media/2012/08/xiaomi-phone-2-2012-08-163.jpg
http://www.blogcdn.com/www.engadget.com/media/2012/08/xiaomi-phone-2-2012-08-1627.jpg

আইফোনের মত এক্সট্রা অপটিক্স ইউজ করেছে ভাল ইমেজের জন্য।
http://www.blogcdn.com/www.engadget.com/media/2012/08/dsc0464.jpg

আর ডেমো ভিডিও:
https://youtube.com/watch?v=i1g3iiANy5Y%26

প্রাইস $310. গুড নিউজ হল এই ফোনে ইংলিশ আছে বিল্ট ইন (তবে ডিফল্টলি চাইনিজ, ল্যাংগুয়েজ থেকে বের করতে হবে), আর এই ফোনটা নাকি ইউরোপে এক্সপোর্ট করার প্রস্তুতি নিচ্ছে Xiaomi. সেটটা সম্ভবত চায়নার রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে।


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts sent to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading