Categories

আমার সম্পর্কে

হ্যাল্লো বন্ধুরা!!!
আমি সাইফ বলছি ঢাকার নাখালপাড়ার এক চিপা গলি থেকে…

যারা এখনও আমার পরিচয় জানো না তাদের বলছি,
আমি একজন নেট এর পোকা…
বাংলা ওয়েবসাইটগুলো প্রায় সারাদিনই ঘুরি…
ফোরামিং করতে ভালবাসি, মুভি দেখি (হিন্দী বেশীরভাগ সময়), গেমস খেলি, আর বিশেষকরে ভালবাসি গল্পের বই পড়তে…
সেবা প্রকাশনীর বেশীরভাগ বই পড়ি আমি পাগলের মত. . .

পড়ছি এখন বি এ এফ শাহীন কলেজে…
দশম শ্রেণীতে…
বাবা, মা আর দুইভাই একবোন নিয়ে আমার পরিবার…

আমাকে নিয়মিত পাবেন ফেসবুকে…

রংমহল ফোরামে, প্রজন্ম ফোরামে, আমাদের প্রযুক্তি ফোরামে এবং অবশ্যই আমার ঠিকানায় অর্থাৎ আপনি এখন যেখানে আছেন! 😛

দোয়া করবেন যেন মহান আল্লাহ তা’আলা হেদায়েত দান করেন।

10 replies on “আমার সম্পর্কে”

ভালো লাগলো… বেশ ভালো লাগলো।

আমি নিজে যখন ক্লাস এইটে পড়তাম ইন্টারনেট জিনিসটা সম্পর্কে কিছুই জানতামনা। আর মেট্রিকের সময় বাংলা সেকেন্ড পেপারে “ইন্টারনেট” রচনা পড়েছিলাম! আর এখনকার ছেলেপেলে ক্লাস এইটে থাকতেই নিজের সাইট নিজে বানায়… অসাধারন!!

.co.cc ডোমেইন সম্ভবত মনে হয় একবছরের জন্য ফ্রিতে ব্যবহার করতে দেয়। তাই এক বছর পর সমস্যা হতে পারে। ওয়েবসাইটের এড্রেস একটাই রাখা উচিত সবসময়।

এই পেজে প্রজন্ম ফোরাম আর রংমহলের যে লিংক দিয়েছ সেগুলো ঠিক করে দিও, একটু ঝামেলা আছে। আর আপ্র বাদ গেছে!

ডানপাশের টুইটারটার আইকন সাইজের জন্য অনেকেরই চোখে পড়বেনা। খুব ভালো হয় লেফট বা রাইট সাইডবারে টুইটারের আইকন দিয়ে দিলে।

ব্যানারটা ভালো হইসে!

অভ্রনীল লিখেছেন:

ভালো লাগলো… বেশ ভালো লাগলো।

আমি নিজে যখন ক্লাস এইটে পড়তাম ইন্টারনেট জিনিসটা সম্পর্কে কিছুই জানতামনা। আর মেট্রিকের সময় বাংলা সেকেন্ড পেপারে “ইন্টারনেট” রচনা পড়েছিলাম! আর এখনকার ছেলেপেলে ক্লাস এইটে থাকতেই নিজের সাইট নিজে বানায়… অসাধারন!!

.co.cc ডোমেইন সম্ভবত মনে হয় একবছরের জন্য ফ্রিতে ব্যবহার করতে দেয়। তাই এক বছর পর সমস্যা হতে পারে। ওয়েবসাইটের এড্রেস একটাই রাখা উচিত সবসময়।

এই পেজে প্রজন্ম ফোরাম আর রংমহলের যে লিংক দিয়েছ সেগুলো ঠিক করে দিও, একটু ঝামেলা আছে। আর আপ্র বাদ গেছে!

ডানপাশের টুইটারটার আইকন সাইজের জন্য অনেকেরই চোখে পড়বেনা। খুব ভালো হয় লেফট বা রাইট সাইডবারে টুইটারের আইকন দিয়ে দিলে।

ব্যানারটা ভালো হইসে!

আপ্র ভুলে বাদ গেছিলো ! ঠিক করে দিলুম! কিন্তু আপ্রর হোস্টিং এ প্রবলেম হইছে তো!

আর হ্যা ! রাইট সাইডবারে এড করে দিচ্ছি!

বস..। আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র । অনেক আগে থেকেই নেটের পোকা মাথায় ঢুকে আছে।খুব ইচ্ছে আমারও যেন একটা সাইট হয়…কিভাবে সাইট বানাতে হয়, হোস্টিং করতে হয়, এসব কিছহুই জানিনা।কারও সাহায্য পাইনি…তাই বস তোমার কাছে সাহায্য চাচ্ছি…কোথায় কিভাবে কার মাধ্যমে আমি একটা সাইট বানাতে পারব…জানাবে প্লিজ

মন্তব্য করুন