Pakistan এর রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত স্পিডস্টার তারকা শোয়েব আখতার আবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন! সাথে সাথে ডাক পেয়েছেন সম্প্রতি সানিয়া মির্জাকে বিয়ে করা শোয়েব মালিক।
শোয়েব আখতার এবং শোয়েব মালিক। খুব শীঘ্রই হয়ত এই দুই তারকাকে পারফর্ম করতে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা
পিসিবি বলেছে শোয়েব আখতার ্ এক ফিটনেস টেস্টে ১২ ওভার বল করেছে এবং শারীরিক টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
শোয়েব মালিকও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য তাকে বল করতে হয়েছে ১৫ ওভার এবং ব্যাটিং করতে হয়েছে টানা দু ঘণ্টা!
আগামী ১৫ জুন থেকে ২৪ জুন তারিখে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে সম্ভবত দেখা যাবে শোয়েব মালিক ও শোয়েব আখতার কে। সাথে সাথে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত হয়েছেন নতুন তিনটি মুখ।
এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল
Squad: Shahid Afridi (captain), Imran Farhat, Salman Butt, Shahzaib Hasan, Shoaib Malik, Umar Akmal, Kamran Akmal, Abdul Razzaq, Umar Amin, Asad Shafiq, Shoaib Akhtar, Mohammad Asif, Mohammad Aamir, Abdul Rehman, Saeed Ajmal.
এশিয়া কাপে খেলছে চারটি দল!
- ভারত
- বাংলাদেশ
- পাকিস্তান
- শ্রীলঙ্কা
আশা করছি জটিল কিছু ম্যাচ দেখতে পাব এশিয়া কাপে!
Add your first comment to this post