Categories
লিনাক্স মিন্ট/উবুন্টু/ওপেন সোর্স

লিনাক্স মিন্ট -লিখেছেন অয়ন খান

লিনাক্স মিন্ট সম্পর্কে এই প্রবন্ধটি লিখেছেন অয়ন খান।
তার লেখাটা সম্পূর্ণ কপিপেস্ট করলাম।

প্রারম্ভিকা
লিনাক্স মিন্ট পার্সোনাল কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম। যা উবুন্টুর উপর ভিত্তি করে তৈরী হয়েছে। তবে এর ইউজার ইন্টারফেস উবুন্টু হতে কিছুটা ভিন্ন। এর সবচেয়ে মজার বিষয় হল এর লাইসেন্সিং পদ্ধতিও উবুন্টু হতে কিছুটা ভিন্ন। তাই এতে উবুন্টুর সকল রেষ্ট্রিকটেড এক্সট্রা দেয়া আছে। ফলে ইন্টারনেট হতে কিছু ডাউনলোড না করে স্বাচ্ছন্দেই এটা ব্যবহার করা যায়।

ডিফল্টভাবে দেয়া রেষ্ট্রিকটেড এক্সট্রার মধ্যে অন্যতম হচ্ছে
○ এমপিথ্রি কোডেকঃ যার ফলে এমপিথ্রি গান শোনার জন্য নতুন করে কোডেক ইনস্টল করতে হয়না।
○ ডিভিডি সাপোর্টঃ এতে ডিফল্টভাবেই ডিভিডি দেখার ব্যবস্থা রয়েছে।
○ ফ্ল্যাশ প্লেয়ারঃ এতে ফ্ল্যাশ প্লেয়ারও দেয়া আছে। ফলে ইউটিউবের মত সাইট অনায়াসেই ব্রাউজ করা যায়।
○ জাভা সাপোর্টঃ এতে আলাদাভাবে জাভা ডাউনলোড করার কোন প্রয়োজনই নেই। এটাও দেয়া থাকে ডিফল্টভাবেই। . . .

মজার/সুবিধার দিক
○ প্রথমেই বলেছি এতে উবুন্টুর সকল রেষ্ট্রিকটেড এক্সট্রা দেয়া আছে।
○ আনরার (unrar) ইনস্টল করা আছে, ফলে অনায়াসেই কোন ঝামেলা ছাড়াই রার (RAR) ফাইল এক্সট্রাক্ট করা যায়।
○ আকর্ষণীয় গ্রাফিকাল ইউজার ইন্টারফেস/গুই (GUI)।
○ চমৎকার গ্রাফিকাল বুট লোডার।
○ আকর্ষণীয় সব থিম, ডেস্কটপ লে-আউট।
○ টার্মিন্যালে ফরচুন যা টার্মিন্যাল ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে।
○ লিনাক্স মিন্টকে অনেক বেশি আপন করে তুলতে এতে রয়েছে মিন্ট অ্যাসিস্টেন্ট, মিন্ট ব্যাকআপ, মিন্ট ইনস্টল, মিন্ট ন্যান্নি, মিন্ট আপডেট। সাথে বিভিন্ন প্রোগ্রামে চমৎকার মিন্টের নিজস্ব Splash স্ক্রীন। আর সাথে উবুন্টুর সকল সুবিধাতো রয়েছেই . . .

জনপ্রিয় যেসব সফটওয়্যার রয়েছে
○ মোজিলা ফায়ারফক্স
○ মোজিলা থান্ডারবার্ড
○ এমপ্লেয়ার এবং এর ফায়ারফক্স প্লাগিন
○ পিজিন মাল্টিপ্রোটোকোল ইন্টারনেট ম্যাসেঞ্জার
○ APTonCD
○ জি-পার্টেড
○ Gufw ফায়ারওয়াল . . .

আর এই জন্যই লিনাক্স মিন্টকে অনেকে বলে থাকেন নতুন ব্যবহারীদের জন্য সেরা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। সাথে যাদের বাসায় ইন্টারনেট সংযোগ নেই তাদেরকেও অনেকে এই জন্য লিনাক্স মিন্ট রিকমান্ড করে থাকে।

কিছু টেকি বিবরণ
অপারেটিং সিস্টেম ফ্যামিলিঃ ডেবিয়ান গুণহ/লিনাক্স (উবুন্টু)
সোর্স মডেলঃ ফ্রী সফটওয়্যার/ওপেনসোর্স
সর্বশেষ স্ট্যাবল রিলিজঃ লিনাক্স মিন্ট ৭ (গ্লোরিয়া)/২০০৯.০৫.২৬-বর্তমান
ভাষা সমর্থনঃ মাল্টিল্যাঙ্গুয়েজ
আপডেট প্রক্রিয়াঃ এপিটি
প্যাকেজ ম্যানেজারঃ ডিপিকেজি
প্লাটফর্মঃ x86, x86-64
কার্নেলের ধরণঃ মনোলিথিক
ডিফল্ট ইউজার ইন্টারফেসঃ নোম
লাইসেন্সঃ প্রধানত জিএনইউ জিপিএল/আরও অন্যান্য

কোডনেম নামকরণ
লিনাক্স মিন্টের কোডনেম নামকরণে যা যা বিবেচনা করা হয়ঃ
○ স্ত্রীবাচক নাম।
○ লিনাক্স মিন্টের প্রতিটি রিলিজের কোডনেমের প্রথম অক্ষর ইংরেজি অক্ষরের ক্রমানুসারে নির্ধারণ করা হয়। যেমনঃ ১.০ কোডনেম Ada, ২.০ Barbara, ৩.০ Cassandra ইত্যাদি।
○ শব্দের শেষের অক্ষর ইংরেজি অক্ষর এ (a) দিয়ে শেষ করা। যেমনঃ Ada, Bea, Bianca, Celena, Daryna, Elyssa, Felicia, Gloria ইত্যাদি।

রিলিজ ধরণ
২০০৬ সালে হতে লিনাক্স মিন্ট ডেভেলপ করা শুরু হয়। পূর্বে লিনাক্স মিন্ট কোন রিলিজ সাইকেল মেনে চলত না। তবে লিনাক্স মিন্ট ৫ এলিস্যা – এর পর থেকে লিনাক্স মিন্ট আজীবন উবুন্টুর রিলিজ সাইকেল (৬ মাস পর পর) মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।

লিনাক্স মিন্ট তাদের পরবর্তী রিলিজ (কোড নেম, হেলেনা) উবুন্টু কার্মিক কোয়ালার উপর ভিত্তি করে নভেম্বর ২০০৯ এ রিলিজ দেবার ঘোষণা দিয়েছে। লিনাক্স মিন্টের সকল রিলিজ দেখুন এই লিংক – এ।

উল্লেখ্য লিনাক্স মিন্ট নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট ছাড়াও কেডিই, এক্সএফসিই, ফ্লাক্সবক্স ডেস্কটপ এনভায়রনমেন্টেও রিলিজ হয়ে থাকে।

জেনে রাখুন
○ লিনাক্স মিন্ট মেইন এডিশন = উবুন্টু ৩২ বিট ডেস্কটপ এডিশন (নোম ডিই)
○ লিনাক্স মিন্ট ইউনিভার্সাল এডিশন = উবুন্টু ৩২ বিট ডেস্কটপ এডিশন (নোম ডিই)
○ লিনাক্স মিন্ট এক্স৬৪ এডিশন = উবুন্টু ৬৪ বিট ডেস্কটপ এডিশন (নোম ডিই)
○ লিনাক্স মিন্ট কেডিই সিই = কুবুন্টু ৩২ বিট ডেস্কটপ এডিশন (কেডিই)
○ লিনাক্স মিন্ট এক্সএফসিই সিই= জুবুন্টু ৩২ বিট ডেস্কটপ এডিশন (এক্সএফসিই ডিই)

ডাউনলোড

• লিনাক্স মিন্ট ৭ “গ্লোরিয়া” মেইন এডিশন
ইউজার গাইড - (ইংরেজি) পিডিএফঃ এখানে ক্লিক করুন
সরাসরি ডাউনলোডঃ এখানে ক্লিক করুন
টরেন্ট ডাউনলোডঃ এখানে ক্লিক করুন
ডাউনলোড মিররঃ এখানে ক্লিক করুন
MD5Sum: 64e2a290fb51f8e7a9d058355fe93d0e (MD5Sum পরীক্ষার পদ্ধতির জন্য এই লিংক দেখুন।)

• অন্যান্য এডিশন ডাউনলোডের জন্য এই লিংক দেখুন।

নোট
○ লিনাক্স মিন্ট ইউনিভার্সল এডিশনে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ প্যাক দেয়া থাকে এবং কোন কোডেক দেয়া থাকেনা। যেসব দেশে বাণিজ্যিক কোডেকসহ লিনাক্স মিন্ট বিতরণ আইনত বৈধ নয়, সেসব দেশের জন্য এই ইউনিভার্সাল এডিশন তৈরী করা হয়।
○ ডিই/DE = ডেস্কটপ এনভায়রনমেন্ট/Desktop Environment
○ সিই/CE = কমিউনিটি এডিশন/Community Edition


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts sent to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading