জীবনের প্রথম এডসেন্স চেক হাতে পেলাম!

অনেকদিন ধরেই এডসেন্স নিয়ে নাড়াচাড়া করছিলাম। অবশেষে সেই মুহূর্তের দেখা পেলাম যার অপেক্ষা করছি বহুদিন থেকে। জীবনের প্রথম এডসেন্স চেক হাতে পেলাম। চেকটি ইস্যু হয়েছিল গতমাসের ২৩ তারিখ। আমি জানতাম ১৪-১৬ দিনের মধ্যেই চলে আসে। কিন্তু না আসায় আমি একটু টেনশন করতেছিলাম। অবশেষে প্রায় ২১ দিন পর অবশেষে আজকে বাসায় এসে জানতে পেরেছি পোস্টম্যান চেক দিয়ে গেছে। নীচে চেকটার কিছু অংশ হাইড করে স্ক্যান করে দিলাম।

 

Google Adsense Check
(বড় করে দেখার জন্য জাস্ট ক্লিক করে একটু ওয়েট করুন। )
নতুন হিসেবে এমাউন্টটা হয়ত খুব বড় নয়। কিন্তু একজন নবম শ্রেণীর ছাত্রের জন্য ব্যাপারটা একেবারে কম নয়। হঠাৎ করে প্রায় এতগুলো টাকা হাতে পেলাম। আমি খুব খুশি

 

আর এডসেন্সের ব্যাপারে আমাকে সবচেয়ে বেশী সাহায্য করেছে

সবাই আমার জন্য দু’আ করবেন যেন আমি আরও ভাল আয় করতে পারি।