Categories
কম্পিউটার বিষয়ক টিপ্স এন্ড ট্রিক্স লিনাক্স মিন্ট/উবুন্টু/ওপেন সোর্স

আপনার উবুন্টু ল্যুসিড(১০.০৪) কে দিন স্নো লিওপার্ডের রূপ!

প্রথমেই বলে রাখা দরকার উবুন্টুকে পরিবর্তন করা মানে উইন্ডোজের থীম দ্বারা পরিবর্তন নয়। উইন্ডোজেরটা সফ্টওয়্যার হিসাবে কাজ করে। ফলে ম্যাশিন স্লো হয়ে পড়ে এবং ও এসের স্ট্যাবিলিটি নষ্ট হয়। কিন্তু উবুন্টু কিংবা মিন্টের বেলায় এটি সত্য নয়। এতে পুরো রূপই পাল্টে ফেলা যায় এবং এতে ম্যাশিনের উপর কোন এক্সট্রা চাপ পড়ে না। ফলে সহজেই আপনি আপনার ওএসকে আপনি দিতে পারেন ম্যাকের মত পাঙ্খা রূপ!! যা দেখে আপনার বন্ধু কিংবা আশেপাশের মানুষের আক্কেল গুড়ুম হতে বেশী টাইম লাগবে না।

ম্যাক ফর লিন থীমটি ইন্সটল করুন

  1. এজন্য প্রথমেই এই লিংক থেকে মডিফাইড ম্যাক ফর লিন টি ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন। (অরজিনাল ম্যাক ফর লিনটি আউটডেটেড হয়ে গেছে।)
  2. আপনার হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
  3. MacLin_Install_Mod ফোল্ডারটি খুলুন এবং Mac4Lin_Mod_installer.sh ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
  4. প্রম্পট মেনু থেকে Run in Terminal সিলেক্ট করুন।
  5. আপনার থীমকে চেন্জ করার প্রক্রিয়া টার্মিনালের মাধ্যমে শুরু হবে।
  6. আপনাকে জিজ্ঞাস করবে থীম ইন্সটলের জন্য আপনি কি রুট এক্সেস দিতে চান? এজন্য ওখানে “y” চাপুন।
  7. তারপর জিজ্ঞাস করবে বুটমেনুর জন্য কোনটি পছন্দ করেন।
  8. ওখানে 0 চাপুন। Selecting BootScreen in Terminal

এরপর যখন আপনি Type Any Key To Continue ম্যাসেজটা দেখবেন তারমানে আপনার ৮০% অংশ ম্যাক ও এস এক্স করা শেষ!

গ্নোম গ্লোবাল মেনু (Gnome Global Menu) কনফিগার

১) টার্মিনাল ওপেন করুন।

২) নীচের কমান্ডগুলো একেরপর এক টাইপ করুন

sudo add-apt-repository ppa:globalmenu-team

sudo apt-get update && sudo apt-get install gnome-globalmenu

৩) এবার আপনার প্যানেলের বামপাশে যা কিছু আছে তা সরিয়ে ফেলুন। এজন্য ডানমাউস ক্লিক করে রিমোভ ফ্রম প্যানেল সিলেক্ট করুন। তাহলেই হবে।

৪) টপ প্যানেলের বাম পাশে রাইট ক্লিক করুন “Main Menu” যুক্ত করুন এবং তারপাশে Gnome Global Menu Panel Applet যুক্ত করুন।

৫) যদি আপনি উপরের কাজগুলো সঠিকভাবে করেন তাহলে আপনার প্যানেল নিচের স্ক্রিনশটের মত হওয়ার কথা:

Lucid Mac Top Panel

ম্যাকের মত ডক ইন্সটল

১) অনেকগুলো ডক এপ্লিকেশন রয়েছে। তবে এরমধ্যে এভান্ট ও কায়রো ডক সবাই প্রেফার করে। তবে আমি কায়রো ডকের পক্ষে। এর ইফেক্টগুলো এভান্টের চেয়ে জোসস। প্রায় ম্যাকের মতই।

২) কায়রো ডক ইন্সটলের জন্য টার্মিনালে এই কোডটা লিখুন:

sudo apt-get install cairo-dock

৩) কায়রো ডক শুরু করার আগে আপনি নীচের প্যানেলটি মুছে ফেলুন। এজন্য রাইট ক্লিক করে “Delete This Panel” Select করুন।

৪) কায়রো ডক Menu -> Accessories -> Cairo Dock ওপেন করুন।

৫) এটা স্টার্টাপে দেওয়ার জন্য System->Preferences->Sessions.->”Startup Programs” এ যান। এখানে নতুন এপ্লিকেশনের কমান্ড হিসেবে cairo-dock -o লিখুন। (-o দ্বারা opengl সাপোর্টসহ ওপেন করলাম। OpenGL ছাড়া ওপেন করতে হলে -o লেখার দরকার নেই।)

৬) কাজ শেষ।

এক্সপো

কম্পিজ সেটিং থেকে এক্সপো এনাবল করুন।

lucid-mac-compiz-expo.

এরপর Win+E চাপলেই এক্সপো চালু হবে।

ড্যাশবোর্ড

ড্যাশবোর্ডের জন্য স্ক্রিনলেটস এবং কম্পিজ উইজেট লেয়ার ব্যবহার করব।

১)স্ক্রিনলেটস ইন্সটলের জন্য টার্মিানালে রান করুন:

sudo apt-get install screenlets

আর উইজেট লেয়ারের জন্য (মিন্টে ডিফল্টলি থাকে। তাই মিন্টের ইউজারদের দরকার নেই।)

sudo apt-get install compiz-fusion-plugins-extra

২) কম্পিজ কনফিগ ম্যানেজার চালু করুন এবং উইজেট লেয়ার ফিচারটা চালু করুন।

৩) স্ক্রিনলেটস চালু করে যেসব উইজেট রাখতে চান তা চালু করুন। উইজেটের প্রপার্টিজে যেয়ে অপশন্স ট্যাবে যান। তারপর “Treat as widget” এ টিক দিন।

এরপর F9 চাপলেই আপনার উইজেটগুলো চলে আসবে।

ফন্ট:

ম্যাক ফর লিনের ফন্টস এ কিছু ফন্ট দেওয়া আছে। তা ইন্সটল করুন।

তারপর আপনার ফন্টমেনু থেকে ফন্ট এরকম করে দিন।

প্যানেলে এপল আইকন

এজন্য এইলেখাটা পড়ুন

স্ক্রিনশট:

সবকিছু ঠিকমত করতে পারলে আপনার উবুন্টু বা মিন্ট এরকম দেখাবে—

(পূর্ণরূপে দেখতে ক্লিক করুন)


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading