অভ্র সাপোর্টার টিশার্ট! আপনার লাগবে নাকি?

কিছুদিন ধরেই অভ্র সম্পর্কে বিশিষ্ট এক আইটি স্পেশালিস্ট(!) এর বক্তব্য নিয়ে পুরো অনলাইন ওয়ার্ল্ডকে গরম করে ফেলেন তিনি… এর প্রতিবাদে বিভিন্ন ব্লগে, ফোরামে, ফেসবুকে, টুইটারে কোনখানেই এর প্রতিবাদ বাদ যায় নি! প্রতিবাদস্বরূপ বিভিন্ন ফোরাম, ব্লগে অভ্র সম্পর্কিত বিভিন্ন পোস্টার ব্যানার লাগানো হয়।

সেই ভাবনাকে কেন্দ্র করেই আরেকটু এগিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে।

এই হিসেবে অভ্রর জন্য টিশার্ট তৈরীর উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি নিয়েছে এদেশের জনপ্রিয় ফোরাম রংমহল

নীচে টিশার্টের মডেলগুলো দেওয়া হল:

কালর উপলে লাল
কোডনেম: অভ্র ৬
কালর উপলে লাল

লালের উপরে সাদা
কোডনেম: অভ্র ৯
লালের উপরে সাদা

লালের উপরে কালো
কোডনেম: অভ্র ১০
লালের উপরে কালো

কালোর উপরে হলুদ (Avro 7)
কোডনেম: অভ্র ৭
কালোর উপরে হলুদ (Avro 7)

শাদার উপরে খয়েরী
কোডনেম: অভ্র ১১
শাদার উপরে খয়েরী

শাদার উপরে হলুদ
কোডনেম: অভ্র ১২
শাদার উপরে হলুদ

অন্যান্য:
অন্যান্য হিসেবে এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেছেন। এটিও হতে পারে আপনাদের পছন্দ!
লালের উপর ঘুড়ি

কিভাবে পাবেন???
পাওয়ার জন্য একটি ফরম আপনাকে পূরণ করতে হবে।
এখানে আবেদন ফর্মটি দয়া করে পূরণ করুন।
এখানে একবারে একটি টিশার্টের জন্য আবেদন করতে হবে।
অন্যান্য বিভাগের গেন্জিটার জন্য ফর্মে অন্যান্য সিলেক্ট করে “লালের উপরে ঘুড়ি” লিখুন।

দাম কত?
একটি টিশার্টের দাম বর্তমানে ১০০ টাকা ধরা হয়েছে। নিশ্চয়ই খুব বেশী না? কি বলেন? তবে এর সাথে পরিবহন খরচ অর্থাৎ কুরিয়ারে পাঠানোর টাকা এড হবে। অর্থাৎ সর্বসাকুল্যে ১৩০-১৪০ টাকা (স্থানভেদে কম বা বেশী হতে পারে) হবে।

সাইজ
ছোট, মিডিয়াম, বড় ও অতিরিক্ত বড় এই চারটি সাইজে পাওয়া যাচ্ছে।

আপনার হাতে গেন্জি:
আপনার হাতে গেন্জি পৌঁছানোর জন্য একটি ভাল ব্যাবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এজন্য আপনাকে ফরম পূরণ করে মোবাইলে ফ্লেক্সি করতে হবে। ফর্ম পূরণ করার পর নিশ্চিতকরণ মেইলে এই নম্বর আপনারে দেওয়া হবে। সুতরাং ঘরে বসেই পেয়ে যান অভ্রর গেন্জি!!!