Categories
আমার যত কথা

WordPress এর দশ বছর পূর্তিতে মিটাপ! :)

যারা ওয়ার্ডপ্রেসের ব্লগ নিয়মিত পড়ে থাকেন তারা হয়ত দেখে থাকবেন আজকের ওদের নতুন ব্লগ পোস্ট ছিল “Save the Date: May 27”

আমি যেয়ে দেখি ঢাকা শহরে এখন পর্যন্ত কোন মিটাপের শিডিউল কেউ করে নি! তাই চটপট বানিয়ে ফেললাম! ৫০ জনের বেশী হলে নাকি স্টিকার/বাটন ইত্যাদি পাঠাবে!
http://i.imgur.com/A4q0VLO.jpg

যাইহোক! ঢাকাতেই মনে হয় একাধিক মিটাপ হবে! যে কেউই তার লোকাল কমিউনিটি নিয়ে মিটাপ করতে পারবে! আসুন না আমরা সবাই যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি/কম জানি/ইউজ করি/ইন্টারেস্টেড সবাই একসাথে এক ছাদের নীচে জড়ো হই! নিশ্চয়ই খারাপ হবে না! smile আর হ্যা! প্রোগ্রামের নির্দিষ্ট কোন টপিক/অনুষ্ঠানাদি নেই যে একজন ভাষণ দিবে এবং আপনাকে তা গিলতে হবে! tongue সো যারা প্রোগ্রামিং/ঠোগ্রামিং বুঝেন না তাদেরও কোন প্রবলেম নাই! মূল ব্যাপারটা হল Celebration! smile একসাথে ওয়ার্ডপ্রেসের জয়গান!

ওয়ার্ডপ্রেসের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ বলেই আমি অনুষ্ঠানটা আয়োজন করতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ফলে আমি এখন নিজে আয় করছি। smile

প্লেস ঠিক করেছি বি এ এফ শাহীন কলেজের পাশে অবস্থিত Captain’s World এ! ভাল জায়গা মোটামুটি! smile

জয়েন করতে চাইলে এই লিংকে ক্লিক করুন এবং Join US এ ক্লিক করুন! লগইন করে নিশ্চিত করুন যে আসছেন!

আর হ্যা কিছু বিষয়! নিজেদের আয়োজন তাই টাকা পয়সার ব্যাপারটা নিজেদেরকেই হ্যান্ডেল করতে হবে। smile আমার হিসেব মতে ৩০০ করে আনলেই ভাল খাওয়া যাবে! smile


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts sent to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading