স্বাগতম বন্ধু!
হ্যাল্লো বন্ধুরা !
আমি সাইফ হাসান বলছি ঢাকা থেকে …
যারা এখনো আমার পরিচয় জানেন না তাদের বলছি
আমি সাইফ হাসান .. অনলাইনের এ জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত!
প্রযুক্তিকে ভালবাসি … প্রযুক্তি সম্পর্কে লিখতে ভালবাসি!
প্রযুক্তি, টেকি বিষয়ক আলোচনা, বিনোদন জগৎ, খেলাধুলা, কম্পিউটার বিষয়ক টিপ্স এন্ড ট্রিক্স, ওপেন সোর্স সহ বিবিধ বিষয় নিয়ে লিখে থাকি।
মানুষের আগ্রহের বিষয়গুলো তাদের জানাতে চেষ্টা করি। কিন্তু কতটুকু সফল তা জানি না। এটি জানতে হলে আপনাদের মতামত ছাড়া কোন গতান্তর নেই।
তাই ব্লগটি পড়ার সাথে সাথে মনে প্রশ্ন জাগলে কিংবা মন্তব্য করতে চাইলে কার্পন্য বোধ করবেন না – আপনার অংশগ্রহন আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে বহুগুণে!