শোয়েব আখতার ও শোয়েব মালিক আবার পাকিস্তান দলে!


Pakistan এর রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত স্পিডস্টার তারকা শোয়েব আখতার আবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন! সাথে সাথে ডাক পেয়েছেন সম্প্রতি সানিয়া মির্জাকে বিয়ে করা শোয়েব মালিক।

শোয়েব আখতার এবং শোয়েব মালিক। খুব শীঘ্রই হয়ত এই দুই তারকাকে পারফর্ম করতে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা

পিসিবি বলেছে শোয়েব আখতার ্ এক ফিটনেস টেস্টে ১২ ওভার বল করেছে এবং শারীরিক টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

বিস্তারিত পড়ুন

শোয়েব ও সানিয়ার বিয়েতে আর বাঁধা নেই!

বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি টপিক সম্ভবত এই শোয়েব ও সানিয়ার বিয়ে…
ইন্ডিয়ান রিপোর্টারগুলোতে আরো এক ডিগ্রী সরেষ!
নানা রকম মুখরোচক সংবাদ দিয়ে সবাইকে মাতাচ্ছে ! 😀
যাই হোক…

(ক্লিক করে পূর্ণমাপে দেখুন)
আজকের ইত্তেফাকে যে সংবাদ দিয়েছে তাইই তুলে ধরছিঃ

সানিয়ার সাথে বিয়েতে আর বাধা নেই

০ ইত্তেফাক ডেস্ক

কলকাতার শাহী ইমামের ফতোয়ার পর পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সামনে আর কোনো পথ খোলা ছিল না। ভারতের টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার সাথে বিয়ের ঘোষণা দেয়ার পর আয়েশা সিদ্দিকী নামের যে তরুণী নিজেকে শোয়েবের স্ত্রী দাবি করেছিলেন, গতকাল তিনি পাকিস্তানি ক্রিকেট তারকার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পেয়েছেন।

তবে, একই সাথে পেয়ে গেছেন তালাকও! সানিয়াকে বিয়ে করতে গেলে আয়েশাকে তালাক না দিলে তা আইনি বাধা সৃষ্টি করত। একারণেই এই ব্যবস্থা। আয়েশাকে তালাক দেয়ার পর সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়েতে আর বাধা থাকল না। আগামী ১৫ এপ্রিল বিয়ে হবে। খবর পিটিআই ও এএফপির।

গতকাল আয়েশা সিদ্দিকীকে শোয়েব আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেয়ার পর এ বিয়ে সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়। আয়েশার মা ফারিসা সিদ্দিকী হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে গতকাল বলেন, ‘তালাকনামায় স্বাক্ষর করা হয়ে গেছে এবং বিষয়টির সুরাহা হয়েছে।’ তিনি আরো বলেন, আমার মেয়ে ন্যায় বিচার পেয়েছে। শোয়েব বার বার এই বিয়ের কথা অস্বীকার করার কারণে আয়েশা মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছিল। সে ভারমুক্ত হতে পেরেছে এটাই আমার কাছে বড় আনন্দের। ফারিসা আরো জানান, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি ও তার পরিবার এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে রাজি হন। এ কারণেই শোয়েব সহজে তালাকনামায় স্বাক্ষর পেয়ে গেছেন।

বিস্তারিত পড়ুন