আসছে ক্রোম নোটবুক!

অনেক আগেই একটা পোস্ট লিখেছিলাম গুগল ক্রোম ও এস কী এই বস্তু নিয়ে। বেশীরভাগ মানুষই তখন এটি নিয়ে খুব আগ্রহ দেখিয়েছিল। মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়েছে। সময় এসেছে মার্কেটে ক্রোম নোটবুক রিলিজ হওয়ার। তবে Chrome Cr-48 নোটবুকও মানুষের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়। ক্রোম নোটবুক সম্ভবত আসছে গুগলের আগামী I/O Conference এই। ক্রোম ও এসের … বিস্তারিত পড়ুন

রিলিজ পেল গুগল ক্রোম বেটার সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার!

গুগল ক্রোম সম্পর্কে নতুন করে কিছু বলার নাই! ২০০৮ সালের অক্টোবর থেকে চালু হওয়া গুগলের এই ব্রাউজারটি নিয়মিত এর অভূতপূর্ব উন্নতি সাধন করে চলেছে! এখন পর্যন্ত পৃিথবীর সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার হিসেবে পুরষ্কার মিলেছে অনেক আগেই ! এবার এসে গেল ক্রোমের এখন পর্যন্ত সবচেয়ে ফাস্টেস্ট ব্রাউজার গুগল ক্রোম 5.0.375.29 Beta গতকাল ৪ মে তারিখ এই ভার্সনটি … বিস্তারিত পড়ুন

ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিজ্ঞাপন দিল গুগল ক্রোম

বি.দ্র. এখন যে লেখাটা আপনাদের সামনে তুলে ধরব সেই লেখাটা আমি সম্পূর্ণ আরেকজনের লেখা থেকে কপিপেস্ট করছি। এই লেখাটা মো. আমিনুল ইসলাম সজীব ২০ জুন, ২০০৯ তারিখে টেকটিউন্সের এই টিউনে লিখেছিলেন।

প্রযুক্তি পছন্দ করেন বা প্রযুক্তির খবরাখবর রাখেন অথচ গুগল ক্রোমের (Google Chrome) নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য হবে। কেননা, গুগলের ইতিহাসের সর্বপ্রথম এই ব্রাউজার নিয়ে যথেষ্ট নাড়া তুলেছিল গুগল। প্রথম দিকে পরবর্তী প্রজন্মের ওয়েবসাইটের জন্য উপযোগী করে নির্মিত বলে দাবি করা হয় গুগল ক্রোমকে।

কিছুদিন পত্র-পত্রিকা ও ওয়েবসাইট/ব্লগে ক্রোম নিয়ে চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। প্রতিনিয়ত বিবিসি, সিএনএন, গার্ডিয়ানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ব্লগে পোস্ট প্রকাশিত হতে থাকে ক্রোম নিয়ে। টুইটারে হট টপিক থাকে গুগল ক্রোম (Google Chrome)। তারপর একসময় যথারীতি সব শেষ।

কিন্তু ঠিক এমনটা চায়নি গুগল। গুগলের সাম্প্রতিক পদক্ষেপ ও ক্রোমের প্রতি আচরণ দেখে বোঝা যাচ্ছে ক্রোম নিয়ে তাদের আশা একটু বেশিই। আর তাই হারিয়ে যাওয়া গুগল ক্রোমের নাম আবারও ব্যাপক আকারে ফিরিয়ে আনতে এবং শুধু প্রযুক্তি-প্রেমীদেরই নয়, বরং সর্বস্তরের মানুষের মধ্যে নাড়া ফেলতে ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া শুরু করলো গুগল ক্রোম!

আমরা যারা আইপিএল খেলা দেখে থাকি, তারা হয়তো লক্ষ্য করেছি খেলার মাঝে মাঝে vodafone এর ছোট ছোট কিছু বিজ্ঞাপনচিত্র প্রদর্শিত হয়। গুগল ক্রোমের (Google Chrome) বিজ্ঞাপনগুলো অনেকটা এমনই। সর্বমোট ১১টি ৩০ থেকে ৬০ সেকেণ্ডের বিজ্ঞাপনচিত্রগুলো আমেরিকা ও অন্যান্য দেশের টেলিভিশন চ্যানেলে মে ২০০৯ এর দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হতে থাকে।

উল্লেখ্য, অনলাইন জায়ান্ট গুগলের সর্ববৃহৎ ব্যবসা মূলত বিজ্ঞাপনকে ঘিরে। বিভিন্ন ওয়েবসাইটে ও ব্লগে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে। এছাড়াও সার্চ রেজাল্ট পাতায়ও স্পন্সর্ড লিস্টিং দেখা যায়। ক্রোম রিলিজ হবার পর থেকেই ইন্টারনেটের অসংখ্য স্থানে বিভিন্ন উপায়ে ক্রোমকে প্রোমোট করতে থাকে গুগল।

ইউটিউবের হোমপেজ থেকে শুরু করে “গুগল জাপান”-এর হোমপেজ পর্যন্ত প্রায় সবখানেই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারের আবেদন করা হয়েছে অসংখ্যবার। কিন্তু এতেই সীমাবদ্ধ থাকেনি অনলাইন জায়ান্ট গুগল। প্রযুক্তি বিশ্বে একটি প্রবল সাড়া জাগাতে প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রের আকারে টিভিতেও দেখা গেল গুগল ক্রোমের নাম।

এর আগেও বিবিসি, সিএনএন ইত্যাদি চ্যানেলে অসংখ্যবার গুগলের বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শিত হয়েছে, তবে তা সংবাদ আকারে। ব্যবসায়িক উদ্দেশ্যে তথা বিজ্ঞাপনচিত্রের আকারে টেলিভিশন জগতে গুগলের পদার্পণ এই প্রথম। আর যাত্রার শুরুটা ক্রোমকে দিয়ে, যা দ্বারা ব্রাউজার মার্কেটেও প্রথমবারের মতো যাত্রা শুরু করে গুগল।

কোন টিম তৈরি করছে এই বিজ্ঞাপনচিত্রগুলো?

বিস্তারিত পড়ুন

গুগল ক্রোমের জন্য দারুন একটা থীম!

আপনারা হয়ত শুনে থাকবেন গুগল অফিসিয়ালি গুগল ক্রোম এর জন্য কয়েকটি থীম ছেড়েছে.. ইন্সটল করতে চাইলে এখানে ক্লিক করুন.. এর মধ্যে একটা থীম খুব পছন্দ হল। সেটি হল Star Gazing (নীচে আছে পেজ টার) ইন্সটল করে দেখুন.. আশা করি পছন্দ হবে স্ক্রিনশট: আর গুগল ক্রোম ডাউনলোড করতে www.google.com/chrome এ ভিজিট করুন।

ভৃন্দার দিন শেষ! গুগল ক্রোমে পছন্দমত ফন্ট দিন!

আমরা সবাইই এখন মোটামুটি ভাবে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করি। কিন্তু বেশীরভাগ ওয়েবসাইটের বাংলা দেখা যায় ভৃন্দা ফন্ট দিয়ে… যা কিনা খুব বিরক্তিকর। এজন্য ফন্টফিক্সার আছে.. কিন্তু ওটা শুধু উইন এক্সপির জন্য। আজ গুগল ক্রোম নিয়ে একটু ঘাটাঘাটি করতেই পেয়ে গেলাম নিজের ইচ্ছামত ফন্ট ব্যাবহার করার অপশনটা। প্রস্তুতি: প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ফন্ট … বিস্তারিত পড়ুন