Kaspersky হচ্ছে আমার মতে বেস্ট এন্টিভাইরাস। কিন্তু একটা সমস্যা হল প্রথমবার আপডেট করার সময় টাইম অনেক বেশি লাগে। আবার যখন ফরমাট করে নতুন করে ইন্সটল করার পর আবার নেট থেকে আপডেট করা খুবই কষ্টকর। বিশেষ করে বাংলাদেশে তো প্রায় ২:৩০ ঘন্টা লাগে শুধু আপডেট করতে। এখানে একটা কাজ করা যেতে পারে। আপডেট গুলো কপি করে রাখলে কাজ শেষ। পরেরবার রিস্টোর করে দিলেই হল।
আপডেট কপি করবেন যেভাবে:
kaspersky on korun. তারপর সেটিংস এ যান। তারপর এডিশনাল
তারপর কপি আপডেটস টু ফোল্ডার এ টিক দিন এবং আপনার পিসির যেকোন খানে ব্রাউস করে রেখে দিয়েন।
এখন থেকে নিয়মিত ওইখানে আপডেট সেভ হবে। ছবিগুলো দেখলে বুঝবেন।
এখান থেকে সেটিংস এ ক্লিক করেন।
তারপর যথাক্রমে আপডেট ও সেটিংস।
তারপর এডিশনাল। তারপর কপি আপডেটস টু ফোল্ডার। তারপর ব্রাউজ করে রেখে দিন
আপডেট রিস্টোর করবেন যেভাবে:
আগের মত সেটিংস থেকে আপডেট এ যেতে হবে। তারপর আবার সেটিংস। তারপর সোর্স এ ক্যাসপারস্কাই ল্যাব’স আপডেট সার্ভার থেকে টিক উঠাতে হবে। এবং এড এ যেয়ে আপনার সেভ করা আপডেট ফোল্ডার টা দেখিয়ে দিতে হবে। ছবিগুলো দেখুন
এখান থেকে সেটিংস এ ক্লিক করেন।
তারপর যথাক্রমে আপডেট ও সেটিংস।
ক্যাসপারস্কী ল্যাব’স আপডেট সার্ভার এর টিক উঠিয়ে দিন। এবং নিচে + (এড) চিহ্ন থেকে আপনার আপডেট ফোল্ডারটা সিলেক্ট করুন।
ওকে করুন।
এবার মূল ইন্টারফেস এর আপডেট এ ক্লিক করুন। এবং স্টার্ট আপডেট দিন। দেখবেন যে ৩৯৩ কিলোবাইট পার সেকেন্ডে আপডেট হচ্ছে!!!
ENJOY IT
Add your first comment to this post