ক্যাসপারস্কী ইন্টারনেট সিকিউরিটি সবার মতে সবচেয়ে ভাল একটা এন্টিভাইরাস। কিন্তু ফ্রি তে তো আর ব্যবহার করা যাবে না!! সে জন্য রয়েছে বিশেষ এক উপায়। এত করে কোন Key এর ঝামেলাও নাই আবার ফ্রিতেও ব্যবহার করা যাবে!!
এজন্য আপনাকে 315.45 KB কিলোবাইট এর মত একটা জিনিস ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করতে হলে এখান থেকে ডাউনলোড করুন। ব্যাস ডাউনলোড হয়ে গেল KAV.zip যার সাইজ 315.45 KB । এখন এটাকে যেকান খানে এক্সট্রাক্ট করুন।
ডাউনলোড হয়ে গলে নিচের স্টেপগুলো ফলো করুন
১) প্রথমে ক্যাসপারস্কী ইন্টারনেট সিকিউরিটি নিচের আইকন থেকে অপেন করুন।
২) তারপর সেটিংস এ যান।
৩) সেটিংস বামপাশে দেখুন অপশন আছে। সেখানে ক্লিক করুন।
৪) তারপর দেখুন সেলফ ডিফেন্সে টিক দেওয়া আছে কিনা। টিক দেওয়া থাকলে টিক উঠিয়ে দিন।
৫) ট্রায়াল রিসেট চালু করুন
৬) অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন
৭) কাজ সম্পাদনা করুন।
৮) এক্টিভেট করতে বললে এক্টিভেট ট্রায়াল ভার্সন সিলেক্ট করুন।
ব্যাস এবার হয়ে গেল আরো ৩০ দিন। এভাবে প্রতিবার আপনি ব্যবহার করতে পারবেন ক্যাসপারস্কী!
ENJOY LiFE long Validity!!!
Add your first comment to this post