অতিথি লেখক হতে চান?

কেন এই ব্লগে অতিথি লেখক হবেন?

  • এই ব্লগটি ইন্টারনেটে আয়, ব্লগিং, গুগল এডসেন্স, SEO, কম্পিউটার টিপ্স এন্ড ট্রিক্স, উবুন্টু/লিনাক্স, ম্যাক, নিত্যনতুন সফ্টওয়্যার, সমসাময়িক বিষয়সহ অনেক বিষয়ে আলোচনা করা হয়। আপনিও আলোচনায় অংশ নিতে পারেন।
  • এই ব্লগটি রাজনৈতিক কিংবা ধর্মীয় আলোচনা থেকে ১০০ হাত দূরে থাকে। তাই এই বিষয়ের ভেদাভেদ কোনো ব্যাপারই না।
  • যত লিখবেন, তত জানবেন, আর ততই লেখার হাত পক্ত হবে।
  • লেখার শেষে লেখকদের পরিচিতি আর ওয়েবসাইটের লিংক দেয়া হয়। তাতে আপনি যেমন সবার কাছে পরিচিত হতে পারবেন, তেমনি আপনার ওয়েবসাইট কিছু অতিরিক্ত পাঠকও পেয়ে যাবে। আর এই ব্লগ থেকে পাওয়া ব্যাকলিংক (সকল লিংক ডুফলো) আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে লাগবে।

কিভাবে এই ব্লগে অতিথি লেখক হবেন?

কিছুদিন ব্লগটিকে অনুসরণ করুন। তাহলে এই ব্লগের লেখাগুলো সম্বন্ধে জানতে পারবেন। লিখবার ধরণ সম্বন্ধে ধারনা পাবেন। এছাড়াও আমার ঠিকানা…’র নীতিমালা পাতায় একটু চোখ বুলিয়ে নিন।

এরপর এই ব্লগে একটি একাউন্ট খুলুন। এরপর আপনার পোস্টটি লিখে সাবমিট করুন। প্রতিটি লেখা মডারেটরদের অনুমোদনের অপেক্ষায় থাকবে। প্রতিটি লেখার উপর মডারেটরদের ছুরি চালিয়ে প্রয়োজনীয় ছবি, লেখার সূত্র যোগ করে ভুল ত্রুটি সংশোধন করা হয়। এভাবে প্রতিটি লেখার মান নিয়ন্ত্রন করা হয়। প্রতিটি লেখাই যে প্রকাশিত হবে, তার নিশ্চয়তা দেয়া হয় না।

সবার জন্য রইল শুভ কামনা।


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts to your email.