অনেকদিন তো হল অনলাইনে আছি!
এবার একটু বিরতিতে যেতে চাই!
দিনের প্রায় ৭০-৮০% অনলাইনেই ব্যয় করার ফলে অনলাইন জীবন ছাড়াও যে প্রকৃত আরেকটা জীবন আছে তা ভুলতে বসেছি প্রায়!
তাই আমার ব্লগের সকল পাঠক, পাঠিকা, শুভনুধ্যায়ীসহ সকলকে জানাতে চাই আপাতত একটু বিশ্রামে যাচ্ছি!
১৫ নভেম্বরের আগে সম্ভবত আর আসা হবে না!
আমার অবর্তমানে রাসেল আহমেদ ভাই ও শাওন দি বস ৪ পোস্ট করে যাবে!
সবাইকে বিদায়!