রিলিজ হল লিনাক্স মিন্ট 8 হেলেনা!

লিনাক্স মিন্ট নামটা হয়ত কারো তেমন অপরিচিত নেই!
লিনাক্স মিন্ট উবুন্টু ভিত্তিক অপারেটিং সিস্টেম!

তো এই লিনাক্স মিন্টের লেটেস্ট ভার্সন লিনাক্স মিন্ট 8 হেলেনা অবশেষে মুক্তি পেল আজ এই 29 নভেম্বরে!

সকালে উঠেই দিলাম ডাউনলোড!
দুপুর ৩টার দিকে কমপ্লিট হওয়ার পর বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম!

এটাতে পূর্ববর্তী সংষ্করনের মত উইন্ডোজের ভিতরে ইন্সটল করার কোন ফিচার নেই! 🙁

কিছুই করার নেই!

যাদের লিনাক্স ইন্সটল করার জন্য আলাদা ড্রাইভ আছে একমাত্র তারাই পারবে এখন!