মুভি রিভিউ: #১

চিন্তা করলাম এখন থেকে যতগুলো মুভি দেখব সেগুলোর শর্ট রিভিউ ও রেটিং দিব যাতে বাকিদের মুভিগুলো সম্পর্কে একটি আইডিয়া আসে। 🙂

 

গত কয়েকদিনে অনেকগুলো মুভি দেখা গেল।
১) Limitless
মুভিটা বেশ মজার। তবে আহামরি কিছু নয়। ভাল লেগেছে।
রেটিং: ৭/১০
btw এর আগে রবার্ট ডি নিরোর কোন মুভি দেখার সৌভাগ্য হয় নি। এই মুভিতে প্রথম উনারে দেখলাম।
http://upload.wikimedia.org/wikipedia/en/1/17/Limitless_Poster.jpg

এরপর দেখেছি ক্রিশ্চিয়ান বেলের ইকুইলিব্রিয়াম
http://upload.wikimedia.org/wikipedia/en/f/f6/Equilibriumposter.jpg
মুভির কনসেপ্টটা দারুণ। ওয়ার বন্ধ করার জন্য মানুষের মধ্যেকার আবেগ মুছে ফেলার জন্য একটা ওষুধ আবিষ্কার করা হয় এবং সবাইকে এটা ইউজ করতে বাধ্য করা হয়। ক্রিশ্চিয়ান বেলের একশন সিকোয়েন্সগুলোও মজার। বেশ ভাল মুভি।
রেটিং: ৭.৭৫/১০

তারপর দেখলাম উইল স্মিথের মেন ইন ব্ল্যাক ১
http://upload.wikimedia.org/wikipedia/en/f/fb/Men_in_Black_Poster.jpg
এক কথায় অসাধারণ একটা মুভি! সবাই দেখেছেন অলরেডি তাই আলাদা করে কিছু লিখলাম না।
রেটিং: ৮.৫/১০

এরপর এটার সিক্যুয়েল মেন ইন ব্ল্যাক ২
http://upload.wikimedia.org/wikipedia/en/3/3d/Men_in_Black_II_Poster.jpg
আগেরটার সিক্যুয়েল। দারুণ মজার এবং চরম কাহিনীনির্ভর মুভি। একশনগুলোও ভাল!
রেটিং: ৮.৫/১০

তারপর দেখলাম উইল স্মিথের আই, রোবট
http://upload.wikimedia.org/wikipedia/en/3/3b/Movie_poster_i_robot.jpg
রোবটদের পৃথিবী দখলের উপর করা। এরকম মুভি আগে দেখেছি সম্ভবত। তাছাড়া জাফর ইকবালের কয়েকটা বইয়েরই এই কনসেপ্টে তৈরী। তাও ভাল লেগেছে বেশ।
রেটিং: ৮/১০

সত্যজিৎ রায়ের অসাধারণ সৃষ্টি হীরক রাজার দেশে দেখলাম!
http://upload.wikimedia.org/wikipedia/en/8/87/Dvd_hirak_rajar_deshe.jpg
টিভিতে অল্প অল্প করে দেখলেও সেদিন এক বসায় পুরোটা শেষ করেছি! এক কথায় অসাধারণ একটা মুভি! মুভির স্ক্রিপ্ট রাইটারের কাজ দেখে অবাক না হয়ে কোন উপায় নেই! অসাধারণ একটা মাস্টারপিস মুভি! যারা এযাবৎ টিভিতে কেটে কেটে দেখেছেন তাদেরও অনুরোধ করব পুরোটা এক বসায় দেখতে! আর গুপী-বাঘার চেয়ে রাজা হীরকরে অনেকককক বেশী ভাল লেগেছে!

রেটিং: ১০ এ ১০!!!