প্রজন্ম বন্ধ, রংমহল তো বন্ধ হয়েছে আগেই। অনেকদিন পরে আবার ব্লগে চলে আসলাম। 😉
গতকাল রাতে একটি বই পড়লাম। হুমায়ূন আহমেদের আরও একটা হাসির বই। গতকাল রাতে বইটা পড়েছি। বেশ লেগেছে।
শর্ট রিভিউ:
বইটা বেশ মজার। একটা ভূতের বাচ্চা নিয়ে কাহিনী। ভূতের বাচ্চার সাথে সাথে আশেপাশের মানুষের কাহিনী নিয়ে মজাদার কাহিনী নিয়ে কাহিনী আগাতে থাকে। নির্মল বিনোদন পেতে চাইলে বইটা পড়তে পারেন।
রেটিং: ৭.৫/১০
Add your first comment to this post