আশা করি বিল গেটস কে এবং কী তা নতুন করে বলা লাগবে না…
তবে এই ঘটনা সত্য যে এই ১৯ জানুয়ারী অর্থাৎ হাইতির ভূমিকম্পের দিন বিল গেটস সামাজিক বিশ্বে ফিরলেন।
অনেকেই হয়ত বিশ্বাস করবেন না ! মনে করবেন ফাউল !
কিন্তু আসলে তা নয়… বিল গেটস এর মত ব্যাস্ত লোকও এখন টু্ইটারে বসেন…
আপনারা টুইটারে বিল গেটসের পাতায় যেয়ে দেখুন দেখবেন একটা টিক চিহ্ন দেওয়া… তারমানে এটা ভেরিফাইড একাউন্ট!
ধারণা করা হচ্ছে এটাই বিল গেটসের প্রথম টুইটার ম্যাসেজ হল এটাঃ
আর হ্যা.. আসল কথাটাই তো বললাম না!
বিল গেটসকে টুইটারে ফলো করতে পারবেন এখানে ক্লিক করে!
thumbnail1