ন্যাভ মেনুর ফন্টে পরিবর্তন আনা হল

আজ কিছুক্ষণ আগে সাইটের আরেকটা কাজ করলাম।
আশা করছি সবারই ভাল লাগবে। 🙂

অনেকদিন থেকে মনে হচ্ছে সোলায়মানলিপি দিয়েই সব করা হচ্ছে! কেমন জানি সাদামাটা সাদামাটা ভাব…

আজ সকালেই তাই ভাল একটা ফন্ট খুঁজতে থাকলাম…. ন্যাভ মেনুর জন্য।

অনেক খোঁজাখুঁজির পর একটা ফন্ট বেশ পছন্দ হল। তা হল

BenSenHandwriting

আপনাদের যাদের কাছে ফন্টটি আছে তারা পরিবর্তন টি আশা করছি দেখতে পাবেন।

আর যাদের কাছে ফন্টটি নেই তারা অমিক্রন ল্যাবের এই পেজ থেকে ডাউনলোড করে নিন।
অথবা শুধু BenSenHandwriting ফন্টটি ডাইরেক্ট ডাউলোড করুন এখানে ক্লিক করে।

যদি আপনার ফন্টটি সফলভাবে ইন্সটল করেন তাহলে বর্তমান ন্যাভ মেনু দেখতে পারবেন এরকম

Untitled_19.png (3 KB)
(Click করে ঠিকমত দেখুন!)

আশা করছি সবারই ভাল লাগবে। না ভাল লাগলেও বলুন 😉