নতুন থিম – নতুন পথচলা – ২০১৫ | অনাকাঙ্ক্ষিত ইমেইলের জন্য দু:খিত

নতুন ভাবে ব্লগটা সাজালাম আজকে। ওয়েবসাইটে লগইন করলেই নতুন রিফ্রেশিং লুকটি দেখতে পাবেন। এ জন্য কৃতজ্ঞ রাসেল আহমেদ  ভাইয়ের কাছে। তার করা প্রিমিয়াম থিম, সাইটটিতে ডোনেট করেছেন। অসাধারণ এই থিমটি পুরোপুরি তার করা।

Sorry for Empty Mail

থিম আপডেট করার সময় লাইভ সাইটে কিছু ডামি ডাটা ইমপোর্ট করেছিলাম। এর ফলে ইমেইলে সাবস্ক্রাইব করা সবার কাছে ইংলিশে “Lorem Ipsum” লেখা কিছু ডামি ডাটাপূর্ণ ইমেইল গেছে। এর জন্য সবার কাছে দু:খ প্রকাশ করছি। সামনে থেকে এধরনের ভুল আর হবে না আশা করছি।

HSC পরীক্ষার জন্য দোআ প্রার্থী

বর্তমানে এইচ এস সি পরীক্ষা চলছে আমার। সবাই দোআ করবেন যেন ভাল করে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করতে পারি।

নিয়মিত ব্লগিং করার প্রত্যাশা

এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগিং করার জন্য।