থ্রি ইডিয়টস দেখেছেন কী? এক্ষনি দেখুন! (রিভিউ!)

প্রথমেই বলে রাখি আমি আমির খান এর ভক্ত কোন কালেই ছিলাম না এবং গতবছরের ছবি  গজিনী (Ghajini) দেখে আমার মুড আরও খারাপ হয় তার উপর!

 থ্রি ইডিয়টস! আমির খানের করা এবছরের একটি সিনেমা!

প্রথম থেকেই আমার ধারণা ছিল গতবছরের মত “খালী কলসী বাজে বেশী” টাইপের হবে! ছবিটা মুক্তি পেয়েছে ২৫ শে ডিসেম্বর। কিন্তু গাফিলতার কারণেই হোক আর আমিরের উপর বিরক্তির কারণেই হোক খুব বেশী আগ্রহ পাই নি…
http://www.moviemadly.com/wp-content/uploads/2009/11/3idiots.jpg
তাই বলে কি দেখবনা? না তা হবে না… সময় ও সুযোগ দুটোই পেয়ে গেলাম আজ! ব্যাস বসে গেলাম দেখতে ! দেখার পর ! আর কি বলব! এক কথায় (কি বলব ভাবছি….) হুমম…

অসাধারণ !

দুর্দান্ত!

দারুন!

ছবিটির এমন কোন অংশ পাই নি যে এই অংশটা খারাপ! এখানে আরেকটু ভাল করা যেত ! বা এই টাইপ কিছু!

Its

truely

AWESOME!

ছবিতে দেখা যায় ৩ বন্ধু আমির, মাধবন ও শারমান এর নানারকম কীর্তিকালাপ! যা কিনা আপনাকে মুগ্ধ করবেই। তাছাড়া এর রয়েছে চমৎকার একটা স্টোরি! ছবির মাঝের বিভিন্ন ফানগুলো তো আরো বেশী জট্টিল! আমি পজ দিয়ে হাসতে হয়েছে তারপর আবার দেখতে বসেছি! আর এর মাঝেই কিন্তু বয়ে গেছে এর মূল স্টোরি! আর এর ডাইরেক্টর এর কাজও যে অসাধারণ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আর কিছু কি বলার দরকার আছে?
http://one.obuzz.com/admin/u/i/ms/bi/image-1-25393-3Idiots_5.jpg

আমার কথা!
যদি না দেখেন নিশ্চিত মিস! এক্ষনি দৌড় মাইরা দেখতে বসেন। হলিউড মুভি পাগল যারা আছেন তারাও একটু দেখেন প্লিজ। আপনাদের ভাল লাগবেই।

ব্যাক্তিগত রেটিং
10 এ 20!

IMDB রেটিং:
8.9/10 (যা কিনা যেকোন হলিউড মুভির তুলনায় ঈর্ষনীয়!)

আর এতভাল কাজের জন্য মূল অভিনেতা আমির খানকে ধন্যবাদ না নিয়ে উপায় আছে?

AAMIR !

You are the BOSS!

ফ্যান হয়ে গেলাম তোর!

Download Links:

স্টোরেজ থেকে

অথবা!

র্যাপিডশেয়ার থেকে