আমি যে ডেকান চার্জার্সের হার্ড ফ্যান তা মনে হয় জানেন সবাই!
যদি নাও জানেন তাও জেনে রাখেন…
গিলি আর আফ্রিদি জোসসস লাগে ! ! ! 😀
কিন্তু গত কয়েকদিনে ডেকানের পারফর্ম তেমন ভাল ছিল না ! বার বার হেরেই চলছে …
আবার রাজস্থানের সাথে শেষ ওভারে ৬ বলে ৬ রান প্রয়োজন হলে সেটাও হারে ! 🙁
কিন্তু গতকাল আশা নিয়ে আবার খেলা দেখতে বসি…
১৮ রানে রায়ান হ্যারিসের আঘাত…
তারপর পটাপট কয়েক উইকেট তুলে নেয় ডেকান…
কিন্তু পরে কোহলি আর ক্যালিসের দৃঢ়তায় এবং শেষের দিকে ক্যামেরন হোয়াইট এর ২ বলে ১২ রানের সুবাদে রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৮৪ রানের টার্গেট দেয় !
ব্যাটিং এ নেমে ডেকানের সূচণাটাও তেমন ভাল হয় নি …
খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরেন মিশরা …
পরে Tirumalsetti Suman নেমে তার যাদু দেখাতে শুরু করে ! অন্যদিকে গিলি ১৯ বলে ৩৩ করে আউট হয়! আউট হওয়ার পর সাইমন্ডস নামে …
এরপর দুজনের পার্টনারশীপে আর পিছনে ফিরে তাকাতে হয় নি ডেকান কে …
সাইমন্ডস ২৪ বলে ৫৩ করেন ৩টি ওভার বাউন্ডারী এবং ৫টি চার মেরে…
সুমান করেন ৫৭ বলে ৭৮ ৩ ছয়ে আর ৬ চারে…
১৯ ওভার ২ বলে ডেকান ম্যাচ জিতে নেয় !