BCS ICTWORLD হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজন করা এক বিশাল মেলা…
যেখানে নামীদামী বিভিন্ন কোম্পানী তাদের আইটেম নিয়ে বসে…
তো সেদিন সময় ফাঁকা পেয়ে ঘুরে এলাম বিসিএস আই সিটি ওয়ার্ল্ড 2009!
গেটের বাইরে থেকেই চোখে পড়ে বেশ কিছু পোস্টার!
বিশাল বড় বড় সেই পোস্টারের একটা লেনোভো, আরেকটা কিউবি (Augere WiMAX)…
বাইরে রয়েছে টিকেট কাটার কাউন্টার …
স্পন্সর করেছে ক্যাসপারেস্কী আর ইসেট !
টিকেট প্রতিজনের 20 টাকা.. স্টুডেন্ট ড্রেস কিংবা স্টুডেন্ট আইডেন্টি কার্ড নিলে প্রবেশমূল ফ্রি… (ইশশিরে ভুলে আমি নেই নাই! )
মেলায় ঢুকার সাথে সাথেই পাওয়া যাবে মাইক্রোসফ্টের স্টল.. বেশ কিছু ল্যাপিতে উইন সেভেন ইন্সটল করে সবার ইউজ করার জণ্য উন্মুক্ত! ফাক পেয়ে আমিও একটু চালায় নিলাম..
এরপর আর তেমন গুরুতর কিছু নাই… মার্কারী, বিভিন্ন ব্র্যান্ড পিসি হাবিজাবি…
এরপর আছে তোশিবা এসার কোম্পানীর ল্যাপি.. ইউজ করার জন্য উন্মুক্ত!
চামে আমিও!
আর একটা মজার ঘটনা কোন এক কোম্পানী এপলের ম্যাকবুক প্রো অন করে রেখে দিয়েছিল…কাঁপা কাঁপা হাত দিয়ে জীবনে প্রথমবারের মত ম্যাকবুক ইউজ করলাম 5 মিনিটের জন্য!
আর এর সামনেই আছে কিউবির বিশাল বড় স্টল.. প্রায় ৭-৮ টি পিসি উন্মুক্ত কিউবির নেট এক্সপেরিয়েন্স করার জন্য…
ব্যাস বসে গেলাম…
যেয়েই আই ডি এম ফায়ারফক্স ডাউনলোডার দিয়ে ডাউনলোড করলাম…
তারপর আই ডি এম দিয়ে গুগল ক্রোম! গুগল ক্রোম 11 মে.বা ডাউনলোড করলাম মিনিমাম 68 কি.বাইট পার সেকেন্ড এভারেজে… মাঝে মাঝে প্রায়ই 120-150 এর মধ্যে ছিল… 80-90 এর মধ্যেই ছিল বেশীরভাগ সময়..
এরপর আর কী..গানঠান শুনে জিনিসপত্র দেখে চলে এলাম!
হ্যা মেলায় যারা আসবে তাদের সবার জন্য নেসক্যাফে ফ্রি…
নিলাম একটা..
তারপর হাটতে হাটতে বাসায় আইসা পড়লাম..
আপনারা হয়ত ভাবতাছেন কোন ছবি তুলি নাই ক্যান?
আমার মোবাইলে ভিজিএ ক্যামেরা!
ডিজিটাল ক্যাম নাই!
Add your first comment to this post