Categories
কম্পিউটার বিষয়ক

গুগল ক্রোম ও এস! কী এই বস্তু!

গুগল!
আশা করছি নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না উপরের শব্দটি থেকে…
সবাইই হয়ত অবগত আছেন যে গুগল একটি পূর্ণ অপারেটিং সিস্টেম নিয়ে হাজির হতে যাচ্ছে।
নাম “গুগল ক্রোম ও এস”

মৌলিক ধারণা

গুগল ক্রোম ও এস টা কিরকম হবে? দেখতে কেমন? লিনাক্সের মত? ম্যাকের মত হাইফাই ইফেক্ট থাকবে? উইন্ডোজের মত সফ্টওয়্যার সাপোর্ট থাকবে? ক্যামনে কী করতে হবে?

এই যদি হয় প্রশ্ন তাহলে উত্তরটা আমিই দিচ্ছি:
গুগল প্রথম যে ক্রোম ও এস ছাড়বে সেটা কোন পিসিতে কিংবা ল্যাপটপে চলবে না। গুগল ক্রোম ও এস এর জন্য আলাদা নেটবুক তৈরী করছে। গুগল ক্রোম ও এস শুধু মাত্র ওই নেটবুকেই চলবে। অন্য কোনখানে নয়।
(তারমানে প্রথমদিকে এটা চালাতে আপনার নেটবুক কিনতে হবে।)

কেমন হবে?

যারা মনে করছেন গুগল মানেই হাইফাই জিনিস… অসাধারণ গ্রাফিক্স হবে… হ্যান হবে ত্যান হবে…
কিন্তু সবার অবগতির জন্য জানাচ্ছি যে এটাতে সেরকম কিছুই নেই!
Whole Computer is just a browser! মানে পিসি অন করবেন ডাইরেক্ট ব্রাউজার অপেন হবে। তারমানে আপনার ডেস্কটপ বলতেও কিচ্ছু থাকবে না। বুজেছেন?
না বুঝলে আরো বলি…
আপনার হার্ডডিস্ক বলতে কিছুই থাকবে না …
সব অনলাইনে !
গেম খেলবেন? অনলাইন!
গান শুনবেন ? অনলাইন!
বাংলা লিখবেন? অনলাইন!

বুঝেছেন?

গুগল যা আশা করছে:
গুগল আশা করছে ক্রোমের ব্রাউজিং স্পিড এটাতে আরও ডেভেলপ হবে। ফলে গ্রাহক অত্যন্ত দ্রুতগতির নেটের জন্য এটা ইউজ করবে। এটাই ধারণা গুগলের।

আমার মত:

আমার মতে এটাকে পরিপূর্ণ ও এস বলা যাবে না! Whole Computer is just a browser? তারচেয়ে কোন লিনাক্স বেসড ডিস্ট্রো ইউজ করে তাতে ক্রোম ইউজ করাটাই কি লাভজনক না?

পরিশেষে কিছু স্ক্রিনশট (ক্রোম ও এস এর)


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading