Google Chrome Extension Gallery Now Live!!!
গুগল এই এক্সটানশান মুক্তির সাথে সাথে আরো কিছু কাজ করেছে…
যেমন গুগল ক্রোম লিনাক্স ও ম্যাকের জন্য অফিসিয়ালভাবে বেটা রিলিজ দিল…
আর গুগল ক্রোমের নতুন বেটা ভার্সনও মুক্তি দিয়েছে গুগল!
লেটেস্ট গুগল ক্রোম বেটা ফর উইন্ডোজ ডাউনলোড করুন এখান থেকে ।
লেটেস্ট গুগল ক্রোম বেটা ফর লিনাক্স দেখুন এখানে।
আর সবচেয়ে বড় কথা এক্সটানশান গ্যালারি দেখুন এখানে ক্লিক করে।
কিছু এক্সটানশানের রিভিউ…কয়েকটা এক্সটানশান খুব দারুন! নিচে দিলাম
এক্সটানশান ইন্সটল করতে হলে লেটেস্ট বেটা ভার্সনটা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
1) জিমেইল নটিফায়ার – জিমেইলে মেল আসার সাথে সাথে নতুন মেইলের সংখ্যা দেখাবে।
2) AdThwart – ফায়ারফক্সের এডব্লক প্লাসের মত
3) Smoothscroll – এটা দিয়ে স্মুথলি স্ক্রল করতে পারবেন।
4) গুগল ওয়েভ নটিফায়ার – গুগল ওয়েভ এ কয়টি আনরিড ওয়েভ আছে তা শো করে… দারুনন!
5) ফেসবুক নটিফায়ার – ফেসবুকের নতুন সব নটিফিকেশান শো করবে! দারুনন লাগে এটি!
.
Add your first comment to this post