গুগল এডসেন্সে যে কাজটি করে কখনোই পার পাবেন না!

আমি গত কয়েকমাস ধরে গুগল এডসেন্স নিয়ে কিছূ ঘাটাঘাটি করেছি। এরমধ্যে হাসান ভাইয়ের ব্লগ, প্রজন্মের problogger99 ভাই সহ অনেকেই বেশ হেল্প করেছেন।

এই কয়েকমাস ঘেটে আমি একটা জিনিসটা খুব পরিষ্কার বুঝতে পেরেছি। সেটা হল

গুগল এডসেন্সকে কখনোই ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না।

এই কয়েকদিন ঘুরে ফিরে এই জিনিসটা যে চরমভাবে সত্য তা খুব ভালভাবেই টের পেয়েছি।

 

তাই কখনোই আপনি এডসেন্স প্রোগ্রামকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সকল প্রকার টার্মস এন্ড কন্ডিশন্স ভায়োলেশন এড়িয়ে চলুন। এজন্য গুগল এডসেন্স পলিসি’র টার্মস & কন্ডিশন্সগুলো একটু ভাল করে পড়ে নিন।

 

আর বর্তমানে বিভিন্ন সাইটে এডসেন্সে আয় করার চটকদার বিজ্ঞাপন দেখা যায়। এগুলো যে পুরোপুরি ফ্রড তা মনে হয় নতুন করে বলে দিতে হবে না। এগুলো সম্পর্কে সবসময় এড়িয়ে চলুন। আর দুটি প্রবাদ।

১) ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গোড়ে তোলে মহাদেশ সাগর অতল
২) অতি চালাকের গলায় দড়ি।

সো…হ্যাপি এডসেন্স পাবলিশিং!