গুগলের নতুন রূপ! দেখেছেন কী?

গুগল !
বর্তমান বিশ্বের প্রতাপশালী রাজা!
সার্চ ইন্জিনের জগতে গুগলের বিকল্প অন্য কিছু আছে তা অনেকে এখনও স্বীকার করতে পারেন না।
আজ কিছুক্ষণ আগে নতুন গুগল ক্রোম ইন্সটল করি। আর এটা ইন্সটলের সাথে সাথে হোমপেজ খুলেই দেখতে পাই গুগলের নতুন রূপ!
দেখুন:

এই নতুন হোমপেজের সাথে গুগল আরো কিছু নতুন এড করেছে। ইচ্ছা করলে হোমপেজ কে আমি আপনার আইগুগলকেও রাখতে পারেন। এতে আপনার অনেক প্রিয় জিনিস এক পেজে দেখতে পাবেন।
এর সাথের আরো একটু উন্নতি করা হয়েছে সার্চ রেজাল্টে। সার্চ রেজাল্ট আপনি তিনটি ক্যাটাগরীতে দেখতে পাবেন। Everything, News এবং More. মোর এ ক্লিক করলে ড্রপড্রাউন মেনুর মাধ্যমে আরো কিছু নতুন অপশন পাবেন।

নতুন এই ফিচার উপভোগ করতে চাইলে এখনই ডাউনলোড করুন ক্রোমের নতুন ভার্সন 5.0.342.3।

ডাউনলোড করুন এখান থেকে