আমি সেবা প্রকাশনীর একজন পাগল ভক্ত !
সেবা প্রকাশনীর সব বই আমার এত্ত জোসস লাগে আর কি বলব!
এতদিন আমি তিন গোয়েন্দা পড়েছি!
তিন গোয়েন্দা ভলিউম ১ থেকে ১১০ পর্যন্ত সব বই আমার পড়া শেষ!
যদিও তিন গোয়েন্দা এখনও চলছে কিন্তু এর মান এখন অত্যন্ত খারাপ! আগেকার কিশোর-মুসা-রবিন এর সাথে এখন কোন মিলই নেই! আগেকার দুঃসাহসী, দুরন্ত ও বন্ধু ভালবাসায় আপ্লুত তিন কিশোরকে এখনকার বইয়ে মনে হয় বরং ভীতু!
কি আর করব! এখন আমাকে এই সিরিজ ছাড়তেই হচ্ছে!
কিন্তু যে জন্য এই টপিক খুলেছি! তা হল
কিছুদিন আগে আমি নীলক্ষেত থেকে খুঁজে খুঁজে কুয়াশা সিরিজের কিছু বই কিনে আনি। ব্স্তুত এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ। বর্তমানে এটি বন্ধ!
পড়ে আমি যা বুঝলাম এটি একবারে ফ্যন্টাস্টিকসস, জট্টিলসস টাইপের বই! উত্তেজনা, এডভেঞ্চার ও রেমাঞ্চকর পরিস্থিতির এক অসাধারণ মিশেল!
কিন্তু নীলক্ষেত খুঁজেও আমি তেমন বই জোগাড় করতে পারি নি…
আমার আকুল আবেদন কারও কাছে এই সিরিজের বই আছে?
থাকলে আমি কিনতে আগ্রহী…
কারও কাছে থাকলে যোগাযোগ করবেন প্লিজ…
Add your first comment to this post