কুয়াশা হচ্ছে সেবা প্রকাশনীর প্রকাশিত সর্বপ্রথম সিরিজ…
এরপরেই আস্তে আস্তে এসেছে মাসুদ রানা, তিন গোয়েন্দা, কিশোর ক্লসিক… হাবিজাবি….
এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ বা গ্রন্থমালা। ১৯৬৪ খৃস্টাব্দে প্রকাশনা শুরু হয়। লেখক কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী প্রকাশিত প্রথম বই কুয়াশা-১। এই সিরিজ বর্তমানে বন্ধ। (সূত্র: উইকি)
যেহেতু এর প্রকাশনা বন্ধ তো কিভাবে পাই?
আজ নীলক্ষেতে প্রায় ১:৩০ ঘন্টা খোজার পর এক দোকানে খোজ পাইলাম গুটি কয়েক কুয়াশার বই…
কিনে নিয়ে আসলাম যা পাইলাম.. পার পিস 25 টাকা…
আমি একটা পড়ছিলাম কিছুক্ষণ আগেও… পড়ে তো খুবই জট্টিলসসস লাগছিল…
যাই হোক পড়ে রিভিউ দেব!