ওয়ার্ল্ড কাপ স্পেশালঃ ♫শত আশা♫

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসতে আর বেশী দেরী নেই! অনেকেই অনেকভাবে থিম সং শুনেছেন। কিন্তু বাংলাদেশের অরজিনাল ওয়ার্ল্ড কাপ থিম সং গেয়েছেন মেহেরীন। অবশ্য চরম ভুয়া লেগেছে।

তারচেয়ে বাংলাদেশ টিমের জন্য শূণ্য ব্যান্ডের গাওয়া “শত আশা” গানটি বেশ লেগেছে। গানটি হয়ত খুব বেশী ভাল না ..তবে গানের ভিডিও টি হয়েছে অসাধারণ! একেবারে গা গরম করা ভিডিও!!!

শুনুন এবং দেখুন!
http://www.youtube.com/watch?v=GbqThv35epY

কেমন লাগল বলবেন। আমার কিন্তু অসাধারণ লেগেছে!