আমির খানের থ্রি ইডিয়টস সম্পর্কে নতুন কিছু বলার নেই…
এ নিয়ে একটি রিভিউ লিখেছিলাম এখানে।
অবশেষে মি. পারফেকশনিস্ট (আমির খান) আসছেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন এর সাথে রূপালি পর্দায়। খবর ইত্তেফাক নিউজপেপারের।
আজকের ইত্তেফাকের নিউজঃ
অবশেষে আমির খানের সঙ্গে ফুটেজ ভাগাভাগি করবেন অমিতাভ বচ্চন। জুনিয়র ও জনপ্রিয় সব নায়কের সঙ্গে দিব্বি অভিনয় করলেও আমির খানের মতো প্রতিভাবান অভিনতের বিপরীতে এত দিনেও অভিনয় করা হয়নি তার। কিন্তু শেষ পর্যন্ত আমিরের বাবা তাহির হোসাইনের শেষকৃত্য অনুষষ্ঠানে বিগ বি অংশ নিতে গেলে দুই তারকার এক সঙ্গে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। বিগ বি তার ব্লগে জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট যেচে এসেই তার সঙ্গে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন। বিগ বি তখন আমির খানকে স্ক্রিপ্ট প্রস্তুত করার কথা বলেন। বিগ বি আমিরকে এও জানান, ছবিটি আমিরকেই পরিচালনা করতে হবে। বিগ বি তার ব্লগে এ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এ তথ্য প্রকাশ হওয়া মাত্রই তা খবরে পরিণত হবে।
দেখি মি. পারফেকশনিস্ট কী করে!