ফনেটিকে বাংলা লেখা এখন নতুনদের এনে দিয়েছে অনেক আরাম!
ইংলিশ লিখলে বাংলা হবে ! কি দারুন জিনিস!!!
ইতিপূর্বে আমরা গুগলের বাংলা লেখার সিস্টেম এর সাথে পরিচিত… সেটা অবশ্য ইন্ডিয়ান বাংলার জন্যই তৈরী!
আর যেখানেই গুগল সেখানেই মাইক্রোসফ্ট!
তো এবার মাইক্রোসফ্টও হাজির হয়েছে তাদের বিভিন্ন ভাষায় লেখার টুল নিয়ে।
এর মধ্যে বাংলাও রয়েছে… তবে দু:খজনক হলেও সত্য সেখানে বাংলাদেশের নাম নেই! নাম আছে ইন্ডিয়ার বাংলা হিসেবে! তাই বা কম কিসে?
যেভাবে কাজ করবেন!
এই সাইটে যান সবার প্রথমে…
এবার যে ভার্সন ইউজ করবেন সেটা সিলেক্ট করুন!
পরবর্তী স্টেপ আশা করি নিজেরাই পারবেন!
শেষ কথা…
গুগলেরটা স্পেস না দিলে কাজ করে না! এটা সাথে সাথে কাজ করে+ফনেটিকে লিখলে যা ধরার কথা তাই ধরছে! ঊল্টাপাল্টা তেমন হয় না! বেশ ভাল লেগেছে এটা!