অনেকেই আছেন যে ব্লগ লিখতে চান। কিন্তু হাতে এত টাইম নেই যে এত টাইম ব্যায় করে ব্লগ বানাবেন।
তাদের জন্য একটা সুযোগের ব্যাবস্থা করেছি।
ইচ্ছা করলে আপনিও হতে পারেন এই ব্লগের Author. এজন্য প্রথমে আপনাকে রেজিস্টার করা লাগবে এবং এই পোস্টের মাধ্যমে বলা লাগবে যে আমি লেখক হতে চাই। বিবেচনা করে যদি দেখি আপনি লেখার যোগ্য আপনাকে অথর হিসেবে নিয়োগ দেওয়া হবে।