আমরা সবাইই ম্যাক নামের জিনিসটার প্রতি আকৃষ্ট। বিভিন্ন সময় ম্যাকের নানারকম সৌন্দর্য দেখে মুগ্ধ তো হইই বলেও ফেলি… ইশশ যদি থাকত!
কিন্তু বর্তমানে উবুন্টুতে ম্যাক ফর লিন ইউজ তার সাথে করে নানারকম ইফেক্ট ইউজ করলে অনেকেই টাশকি খায়। আরো ভালভাবে টাশকি খাওয়ানোর জন্য যদি উবুন্টুর মেইন প্যানেলের নোম লোগোকে এপলের রূপে পাল্টে দিলে কেমন লাগবে? হ্যা… ওটাই করব… এখন..
1) প্রথমেই ম্যাক ফর লিন ইন্সটল্ড থাকতে হবে।
2) এই ট্রান্সপারেন্ট ইমেজটি আপনার পিসিতে সেভ করুন।
3) এবার যান Places –> Home Folder. এবার Ctrl + H টিপে হিডেন ফাইল দেখুন।
4) এবার যেতে হবে .icons/Mac4Lin_Icons/scalable/places. ওখান থেকে distributor-logo.png, gnome-main-menu.png, main-menu.png এবং start-here.png এই ফাইলগুলো খুজে বের করুন। লক্ষ্য করুন যে সবগুলো ছবিই একই কিনা (হওয়ার কথা)
5) এবার যে এপল লোগোটা নামিয়েছেন ওটার চারটা কপি করুন। নাম চারটা এপল লোগোর চার কপিতে এক এক করে রিনেম করুন। (4 নম্বরে উল্লেখিত ফাইলগুলোর নামে)
6) এবার ওগুলো উল্লেখিত ফোল্ডারে পেস্ট করে রিপ্লেস করুন। [মানে এপল লোগেটা দিয়ে সব নোম লোগো রিপ্লেস করুন।]
7) রিস্টার্ট করুন! ম্যাজিক দেখুন! 🙂
Categories
Add your first comment to this post