অনেক আগেই একটা পোস্ট লিখেছিলাম গুগল ক্রোম ও এস কী এই বস্তু নিয়ে। বেশীরভাগ মানুষই তখন এটি নিয়ে খুব আগ্রহ দেখিয়েছিল।
মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়েছে। সময় এসেছে মার্কেটে ক্রোম নোটবুক রিলিজ হওয়ার। তবে Chrome Cr-48 নোটবুকও মানুষের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়। ক্রোম নোটবুক সম্ভবত আসছে গুগলের আগামী I/O Conference এই। ক্রোম ও এসের লেটেস্ট আপডেটে সার্চ জায়ান্ট গুগল নতুন ফাইল ম্যানেজার সুবিধা এনেছে। যা ক্রোম ও এসের জন্য খুবই দরকারী একটি ফিচার ছিল।
স্যামস্যাং আনছে ক্রোম ও এস ল্যাপটপ
ক্রোম ও এস চালিত ল্যাপটপগুলো বাজারজাত করবে স্যামস্যাং। I/O কনফারেন্সেও স্যামস্যাং এর ল্যাপটপই প্রদর্শিত হবে। I/O কনফারেন্সের পরপরই ক্রোম নোটবুক বাজারে ছাড়ার কথা বলছে গুগল।
দেখা যাক…ক্রোম ও এস প্রযুক্তি বিশ্বে কতটা সাড়া জাগাতে পারে!
Discover more from আমার ঠিকানা...
Subscribe to get the latest posts sent to your email.
Add your first comment to this post