সেরা বাংলা ডিকশনারি – কোনটা এবং কেন?
বর্তমান বাজারে অনেকগুলো বাংলা ডিকশনারি রয়েছে। তবে সবগুলোই বেশ ভাল কাজে দেয় না। আমি টুকটাক কাজের জন্য গুগল ট্রান্সলেট দিয়ে কাজ চালিয়ে দিই। কিন্তু অফলাইন একটা ভাল বাংলা ডিকশনারি দরকার অনেকদিন থেকেই। বিজয়ের মাসে তাই এই পোস্টটি না দিয়ে পারলাম না। সফ্টওয়্যারটি বেশ উন্নত হলেও পাবলিসিটি নেই তেমন। আমি কোন এক লিংক থেকে সফ্টওয়্যারটির খোঁজ পাই। টেকটিউন্সে এ সম্পর্কে একটি পোস্ট দেখি সম্প্রতি। আমি ভার্সন ১ (আলফা) চালাতাম। নতুন ভার্সন ২ তেও দেখি অনেক ফিচার যুক্ত হয়েছে। তাই একটা রিভিউ না লিখে পারলাম না।
ডিকশনারির নাম: স্বাধীন ডিকশনারি
(পোস্টের সুবিধার্থে আমি কিছু লেখা তাদের লেখা রিভিউ থেকে কপিপেস্ট করেছি)
স্বাধীন অভিধান হচ্ছে বর্তমানে উন্নত, হালনাগাদকৃত এবং সর্বোচ্চ সুবিধা যুক্ত অভিধান সফটওয়্যার। এটি শুধু অভিধান নয়, এর সাথে যুক্ত আছে বাংলা এইড কিট এবং এডুকেশনাল কিট।
কি কি আছে এতে?
- বাংলা উন্নত অনুসন্ধান
- ইংরেজী উন্নত অনুসন্ধান
- ইংরেজী শব্দের উচ্চারন
- ১৯০০০+ ইংরেজী শব্দ ভান্ডার
- Phrases and Idioms (১৫০০+ ইডিয়ম, উচ্চারন এবং সার্চ সুবিধা সহ)
- Abbreviation (১২০০+ Abbreviation, উচ্চারন এবং সার্চ সুবিধা সহ)
- শব্দ যুক্ত/পরিবর্তন/পরিবর্ধন করার সুবিধা
- ডাটাবেজ ব্যাকআপ রাখার সুবিধা
- সমার্থক শব্দ যুক্ত করার সুবিধা
- অভিধানের ফন্ট পরিবর্তনের সুবিধা
- ওয়ার্ডমার্কস (নিজস্ব শব্দ তালিকা)
- গ্রিক অক্ষর (উচারন সহ)
- দ্রুত অনুসন্ধান মোড (ডাবল ক্লিক টু মিনিং সুবিধা সহ)
- হট-কী সুবিধা
- ক্লিপ বোর্ড পর্যবেক্ষন
- সরাসরি অভিধান থেকে গুগল ট্রান্সলেট ব্রাউজ
- পোর্টেবল সংস্করণ তৈরির সুবিধা
- সয়ংক্রিয় আপডেট পরিক্ষা
- অভ্র এবং বিজয় এর সাথে সামঞ্জস্যপূর্ণ
- ড্যাসবোর্ড সিস্টেম
- বাংলা ইন্টারফেস
- ব্যবহার নির্দেশিকা (বিস্তারিত ব্যবহার বিধি এবং ইউনিকোড বাংলা টাইপিং নিয়মনীতি)
- ফিডব্যাক অপশন
ব্যবহারকারীদের সাহায্য পেলে একসময় এইটা বিশাল হবেই…
স্বাধীন অভিধানে নতুন যে সব বৈশিষ্ট যুক্ত করা হয়েছে তার কিছু নিচে দেয়া হয়েছেঃ
- শব্দ যুক্ত/পরিবর্তন/পরিবর্ধন করার সুবিধা
যদি মনে হয় কোনো শব্দ অভিধানে নেই অথবা কোনো শব্দে গন্ডগোল আছে তো নিজেই ঠিক করে নিন। স্বাধীনের সমার্থক শব্দের সুবিধা থাকলেও কোনো সমার্থক শব্দ ডাটাবেজে নেই! তো আপনি চাইলে নিজেই তা যুক্ত করে নিতে পারেন… - ডাটাবেজ ব্যাকআপ রাখার সুবিধা
ডাটাবেজের যে পরিবর্তন করবেন তা চাইলে ব্যাপআপ করে রাখতে পারবেন। ফলে স্বাধীনের নতুন সংস্করণ ইনস্টল আপনার পরিবর্তন করা ডাটাবেজে নতুন ডাটাবেজে যুক্ত করতে পারবেন।
চাইলে যেসব শব্দ নেই সেসব শব্দ যুক্ত করে আমাদের ব্যাকআপ ফাইলটিও পাঠিয়ে আমাদের সাহায্য করতে পারেন… - সমার্থক শব্দ যুক্ত করার সুবিধা
সমার্থক শব্দের সুবিধা যুক্ত করা হয়েছে, তবে ডাটাবেজে কোনো সমার্থক শব্দ নেই… তবে আপনার দরকার হলে আপনি নিজে যুক্ত করে নিতে পারবেন, যত খুশি…
ইনশাল্লাহ পরের সংস্করণে ডাটাবেজে সমার্থক শব্দের অন্তর্ভুক্তি যুক্ত থাকবে… - অভিধানের ফন্ট পরিবর্তনের সুবিধা
- ওয়ার্ডমার্কস (নিজস্ব শব্দ তালিকা)
গবেষনার জন্য শব্দের তালিকা বানাতে পারবেন চাইলে। এখানে একসাথে বাংলা এবং ইংরেজী উভয় শব্দই যুক্ত করা যাবে। - পোর্টেবল সংস্করণ তৈরির সুবিধা
যদি চান বারবার ইনস্টল না করতে বা পেনড্রাইভ থেকে ব্যবহার করতে, তাহলে এ সুবিধাটি আপনার জন্যই…
এবং আরো অনেক কিছু…
স্ট্যান্ড-অ্যালোন
স্বাধীন অভিধানের নতুন সংস্করণ চালাতে আগের মত কোনো রানটাইমের প্রয়োজন নেই। শুধু ইনস্টল এবং চালু!
গতি
আগের থেকে স্বাধীন এখন উন্নত এবং গতিময়…
অতিরিক্ত এ্যাপ
নতুন স্বাধীনের সাথে যে সব অতিরিক্ত এ্যাপ যুক্ত থাকছে তাদের তালিকা, বিশেষ বৈশিষ্ট্য এবং স্ক্রিনসট দেয়া হল-
মেট্রো বাংলা দিনপঞ্জী
- মেট্রো রূপে বাংলা দিনপঞ্জী গ্যাজেট।
- এটি কম্পিউটারের গতির উপর দৃশ্যত কোনো প্রভাব ফেলেনা।
- নিজের মত করে সাজানোর সুবিধা।
বাংলা এইড কিট
- কম্পিউটারে সব ধরনের (ডেস্কটপ, ব্রাউজার ইত্যাদি) বাংলা সমস্যার সমাধান একটি অ্যাপেই!
- ফোল্ডার/আইকন এর ফন্ট পরিবর্তন সুবিধা।
- মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ বাংলা সমস্যা সমাধানের উপায়।
বৈজ্ঞানিক নাম সংগ্রহশালা
- জীববিজ্ঞানের প্রাণি এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নামের একটি সংগ্রহশালা।
- বাংলা এবং বৈজ্ঞানিক নাম আলাদা ভাবে অনুসন্ধান সুবিধা।
- ৩০০+ অন্তর্ভুক্তি।
এইটা মূলত ৯ম থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্ন সমাধান করতে সাহায্য করবে।
কোনো নাম না পাওয়া গেলে আমাদের ফিডব্যাক এ্যাপ দিয়ে নামগুলো আমাদের পাঠাতে ভুলবেননা…
আল্লাহ্র ৯৯টি নামঃ
- আল্লাহ্র ৯৯টি নামের ইংরেজী, বাংলা ও আরবি উচ্চারণ এবং অর্থ।
আর কি চান জানান…
যে সব ফন্ট যুক্ত থাকছে
- সিয়াম রুপালী (OmicronLab এর তৈরি)
- কালপুরুষ (OmicronLab এর তৈরি)
- নিরমালা ইউআই (Microsoft Corporation এর তৈরি)
- মুক্তি ন্যারো (মুক্ত বাংলা ফন্ট প্রোজেক্ট এর তৈরি)
- একুশে লোহিত (ekushey.org এর তৈরি)
স্বাধীন অভিধান – প্রধান উইন্ডোর বিভিন্ন অংশ
(বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন)
শেষ একটা কথাই বলা, স্বাধীন অভিধান,
এতে নেই বলে কিছু নেই…