আজ ভারত-বাংলাদেশ ম্যাচ সম্পর্কে প্রতিক্রিয়া

মাত্র সব বন্ধুরা মিলে ৯টা পর্যন্ত একসাথে খেলা দেখে বাসায় আসলাম।

Shakib Al Hasan Rickshaw

আজকের ম্যাচ সম্পর্কে আমার মন্তব্যঃ বোলিং এ অনেক উন্নতি করতে হবে।
ব্যাটিং পার্ফেক্ট হয়েছে। smile
তামিম, সাকিব, জুনায়েদ, কায়েস সবাই তার রোল প্লে করেছে।
বাংলাদেশ তাদের এই পার্ফরমেন্স ধরে রাখুক। সাফল্য এম্নিতেই আসবে।
আর ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী লাইন আপ। এইটা সবাই জানেন ও বুঝেন। সুতরাং বাংলাদেশী বোলারদের দোষ না দেখে ইন্ডিয়ান ব্যাটসম্যান রা যে বেশী ভাল ব্যাটিং করেছে এইটা দেখুন। smile

জয় পরাজয় যাই হোক…বাংলাদেশের সাথে আছি সবসময়! smile