বাংলাদেশে আগামীকাল শুরু হতে যাচ্ছে এস এ গেমস!
এস এ গেমস মানে হচ্ছে সাফ গেমস!
দক্ষিন এশিয়ার সবেচেয়ে বড় এই গেমসের উদ্বোধন করতে প্রস্তুত বাংলাদেশ! ১৭ বছর পর আবার বাংলাদেশ এই প্রতিযোগীতা হোস্ট করছে বাংলাদেশ!
এই সাফ গেমসের জমাকালো অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে ঢাকার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্রছাত্রী!
প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এর জন্য!
তাদের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে বি এ এফ শাহীন কলেজ ঢাকা…
এই স্কুল এবং কলেজের ষষ্ঠ থেকে ১১তম শ্রেনীর প্রায় ৭৪৮ জন শিক্ষার্থী!
বাংলাদেশের এই অনুষ্ঠান বিশ্বকে তাক লাগিয়ে দেবে এই আশাই থাকল…. 🙂
Add your first comment to this post