Categories
খেলাধুলা

অভাবনীয় জয় পেল ডেকান চার্জার্স!

গতকাল আইপিএলের ম্যাচে আবারো জয় দিয়ে প্রমাণ করল ডেকান চার্জার্স যে তারাও শিরোপার দৌড়ে আছে…
আইপিএলের গতকালের ম্যাচে প্রথমে ডেকান চার্জার্স ব্যাটিং এ নামলে শুরুতেই প্রচণ্ডভাবে ধাক্কা খায় !
গিলক্রিস্ট গোল্ডেন ডাক, সুমান গোল্ডেন ডাক! এমতাবস্থায় পরের ওভারে গিবসও আউট ! স্কোরকার্ডে তখন 14 রানে 3 উইকেট !

এই অবস্থা থেকে ডেকান কে টেনে তুলেন রোহিত শার্মা (51) ও মনিশ মিশরা (41)…
তাদের দুজনের ব্যাটিং দৃঢ়তায় ভাল স্কোরের পথে হাঁটে ডেকান…
মোট ১৫০ রান করে ১৫১ রানের টার্গেট ছুঁড়ে দেয় রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর কে..

বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন হ্যারিস… ওভারের প্রথম বলেই আউটসাইডে বল দিয়ে বোকা বানান মনীষ পান্ডে কে !
এরপর ক্যালিস ও ড্রাভিডের ব্যাটিং এ বেশ ভাল অবস্থানের পথেই হাঁটতে থাকে RCB…
কিন্তু এই আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার প্রজ্ঞান ওঝা এসে ওলটপালট করে দেন সব !
জ্যাক ক্যালিস কে আউট করেন! মাত্র ২২ রানে ২ উইকেট নেন এই বোলার …

এরপর যেন RCB এর ব্যাটিং লাইন আপে ধস নামে…রস টেইলর, ভিরাট কোহলি, ক্যামেরন হোয়াইট ফিরে যান প্যাভিলিয়নে ১১০ রানেই মধ্যেই !
এরপর আসল কাজটা করে দেখান Harmeet Bansal !
রবিন উথাপ্পা কে আউট করেন এবং রান চেক দেন চরমভাবে !
শেষের আগের ওভারে রান দেন মাত্র ১ সাথে ১ উইকেট !
লাস্টের ওভার ৬ বলে ১৮ রান যখন লাগে তখন হাতে আছে RCB এর ১ উইকেট !
উনিশ ওভার চার বলে 138 রানে অলআউট হয় RCB!

ডেকান জিতেছে ইয়াহু ! ! !


Discover more from আমার ঠিকানা...

Subscribe to get the latest posts sent to your email.

সাইফ দি বস ৭

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন উইডেভস এর লিড প্রোডাক্ট ম‍্যানেজার হিসেবে। এর আগে তিনি পপটিন (Poptin) এবং প্রিমিও (Premio) এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন থিংকিং, ওয়ার্ডপ্রেস, SaaS, আইওএস, এন্ড্রয়েড, উইন্ডোজসহ টেকনোলজির সাথে যুক্ত থেকে কাজের মধ‍্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Add your first comment to this post

Discover more from আমার ঠিকানা...

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading