মুহাম্মদ জাফর ইকবাল স্যারের বইয়ের আমি একজন খুব বড় ফ্যান…
স্যারের বইগুলো এত্ত জোস লাগে কিছু বলার নেই!
আমি অনলাইন দুনিয়ায় এসে সব বই কালেকশান করতে শুরু করি…
অনেক বইই শেষ পর্যন্ত যোগাড় করেছি।
কিন্তু এত্তগুলো বই আপলোডের ক্ষমতা আমার ছিল না। তাই আমি আমার প্রিয় রংমহলের হিমু ভাইকে বললে তিনি সব আপলোড করেন মিডিয়াফায়ারে। তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
সেগুলোই আমি দিচ্ছিঃ
- আমি তপু (Ami Topu)
- অবনীল (Obonil)
- আমার বন্ধু রাশেদ (Amar Bondhu Rashed)
- আমড়া ও ক্র্যাব নেবুলা (Aamra O Crab Nebula)
- অন্ধকারের গ্রহ (Ondhokarer Groho)
- বেজি (Beji) | [মিররঃ ডাইরেক্ট+রিজিউমবল]
- বিজ্ঞানী অনিক লুম্বা (Biggani Onik Lumba)
- বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার (Biggani Sofdor Alir Moha Moha Abishkar)
- বৈশাখের হাহাকার (Boishakher Hahakar)
- বৃষ্টির ঠিকানা (Brishtir Thikana)
- কপোট্রনিক সুখ দুঃখ (Copotronic Shukh Dukkho)
- ক্রুগো (Crugoe)
- দীপু নাম্বার টু (Dipu Number 2)
- দুষ্টু দুষ্টু ছেলের দল (Dushto Dushto Cheler Dol)
- ইরন (Eeron)
- একজন অতিমানবী (Ekjon Otimanobi)
- একটি মৃত্যুদন্ড (ছোট গল্প) (Ekti Mrittudando)
- ফোবিয়ানের যাত্রী (Fobianer Jatri) | [মিররঃ ডাইরেক্ট+রিজিউমবল]
- হাত কাটা রবিন (Haat Kaata Robin)
- জলমানব (Jolmanob)
- জন্মদিন (ছোট গল্প) (Jonmodin)
- কাবিল কোহকাফী (Kabil Kohkafi)
- কাজলের দিনরাত্রী (Kajoler Dinratri)
- লিটু বৃত্তান্ত (Litu Brittanto)
- মেতসিস (Metsis)
- মহাকাসে মহাত্রাস (Mohakashe Mohatrash)
- মুক্তিযুদ্ধের ইতিহাস (Muktijuddher Itihash)
- নি:সঙ্গ বচন (Nisshongo Bochon)
- নয় নয় শূণ্য তিন (Noy Noy Shunno Tin)
- নাট বল্টু (Nut Boltu)
- ও (O)
- অক্টোপাসের চোখ (ছোটগল্প) (Octopuser Chokh)
- ওমিক্রণিক রূপান্তর (Omicronic Rupantor)
- ফিনিক্স (Phoenix)
- পিশাচিনী (Pishachini)
- পৃ (Pree)
- প্রেত (Pret)
- রঙিন চশমা (জাফর স্যারের আত্মকাহিনী… খুবই মজার) (Rongin Choshma)
- ছয়টি মজার ঘটনা (Choyti Mojar Ghotona/Six Interestion Incidents) | মিররঃ রিজিউমবল+ডাইরেক্ট লিংক
- স্বপ্ন (ছোট গল্প) (Shopno/Swapno)
- টি রেক্স এর সন্ধানে (T Rex Er Shondhane)
- তিন্নি ও বন্যা (Tinni O Bonna)
- ট্রাইট্রন একটি গ্রহের নাম (Tritron Ekti Groher Nam) [Updated]
- টুকি এবং ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান (Tuki Ebong Jhaer (Pray Dusshahoshik Ovijan)
- ত্রাতুলের জগৎ (Tratuler Jogot)
- টুকুনজিল (Tukunzil)
- যারা বায়োবট (Zara Biobot)
- দেশের বাইরে দেশ (Desher Baire Desh)
আশা করছি আপনাদের ভাল লাগবে…
80 replies on “মুহাম্মদ জাফর ইকবাল”
ধন্যবাদ। কিন্তু ইবুক পইড়া কোনো মজা পাই না। নিজেরে রোবট রোবট লাগে 😀
কেন কেন ! রোবট লাগার কি হইল! বই পড়ার মত মজার জিনিস খুব কমই আছে! 😀
আসল বইয়ের মজা কি ইবুকে পাওয়া যায়?
তাও ঠিক! রাত্রে বেলা আধো ঘুম – আধো জাগরণের মাঝে জমজমাট বইয়ের যে মজা তা ইবুকে সম্ভব নয়! :((
হায়রে ছেলে, স্যারের এত্তগুলো বই ম্যানেজ করে রাখছো, জানাইলা না একবার। ধইরে পিট্টি দিতে মন চাইতেছে। কপাল ভাল ঘুর ঘুর করতে করতে আসছিলাম।
যাইহোক, তোমার সাইট তো দিনে দিনে অনেক উন্নতি করে ফেলেছে। জোশ লাগছে। শুভকামনা রইল আর আন্তরিক ধন্যবাদ বইগুলোর জন্য। 🙂
ওহহ! তাই নাকি? যাই হোক কাজে লাগলেই আমি খুশি। 😀
লিংকগুলা কি আমি শেয়ার করতে পারি কোথাও?
নিঃসঙ্কচে দিতে পারেন। তবে অবশ্যই হিমু ভাইয়ের নাম উল্লেখ করা। কারণ মূল কাজটা উনিই করেছেন। (আমিও কম কষ্ট করি নাই ! সবগুলো লিংক জড় করছি! 😉
১ নং য়ে দেয়া বইটা আসলেই এক নাম্বার। যে কোন সচেতন মানুষের চোখে পানি আসবে পড়া পর।
আসলেই সত্য কথা !
আমরা আরো পাব- এই আশা রাখতে পারি তো?????????????
অবশ্যই পারেন! আমি ভাল ভাল বই কালেক্ট করতে পারলেই দিয়ে দেব!
আমি আগে বই এর পোকা ছিলাম! দিনকে দিন বই পরে কাটিয়ে দিয়েছি! স্যারের লেখা একটি বই কোথা থেকে যেন যোগার করে পরেছিলাম। তারপর থেকেই তার লেখার প্রেমে পরে গিয়েছি! এতোগুলো একসাথে পেয়ে খুবই ভালো লাগছে! ধন্যবাদ সাইফ!
আর হ্যা, তোমার সাইট-টা কিন্তু চমৎকার হয়েছে
@পলাশ মাহমুদ
বইগুলো যদি আপনার কোনপ্রকার উপকারে আসে তাহলেই আমি স্বার্থক! আর সাইটটা ভাল হয়েছে জেনে খুশি হলাম… মাঝে মাঝে এসে ঘুরে যাবেন।
আমি কিন্তু প্রায় সময়ই ঘুরে যাই কিন্তু তেমন একটা মন্তব্য করা হয় না। আর বইগুলো উপকারে লাগে নাই মানে বহুত উপকারে লেগেছে! ধন্যবাদ আবারো আপনাকে!
@পলাশ মাহমুদ
ওয়েলকাম!
thanks.
@এমডি.আলী আমজাদ মোল্লা
WeLcOmE!
জটিল কালেকশন হইসে
ধন্যবাদ দিব না
কারন এটা তার চেয়ে বেশি কিছু
@LuckyFM ভাই
ধন্যবাদ! আপনাদের ভাল লেগেছে জেনেই বেশ খুশি হয়েছি।
ভাই,
সবগুলা বই কি একসাহে ডাওনলোআড কোরটে চাই উপাএ বোলেন ??
আপনি চাইলে আমি আপনার জন্য সবগুলো আপলোড করতে পারি
luckyfmtt@gmail.com
ধন্য বাদ
@সজিব
হুমম…ভাল বলেছেন। তবে সবগুলো বই একসাথে জিপ ফাইলে আপলোড করলে সবচেয়ে বড় সমস্যা হবে সাইজ নিয়ে। বাংলাদেশের মানুষের নেটের স্পিডের যে অবস্থা তাতে যদি একসাথে প্রায় ২০০ মেগাবাইট ডাউনলোড করতে তাহলে তো অবস্থা টাইট! তাছাড়াও দেখা যাবে অনেকের আগে থেকেই অনেক বই সংগ্রহে আছে। ফলে তাদের দ্বিতীয়বার ডাউনলোড করলে অপচয় ছাড়া কিছুই হবে না। তাই আপনার অনুরোধটা সবিনয়ে ফিরিয়ে দিলাম।
@Sadiq
আপনার ভাল লেগেছে শুনেই খুশি!
খুব ভালো লাগলো। এখানে যত বই আছে সব পড়েছি। নতুন করে আবার বই গুলো পেয়ে সততি ভালো লাগলো। ধননবাদ।
@Tithi
আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। লেখাটি ভাল লাগলে আপনার ফেসবুক/টুইটারসহ বন্ধুদের সাথে শেয়ার করে পেজটির কথা ছড়িয়ে দিন!
একটা প্রবলেম। পিশাচিনী বইটার লিংকটা ভুল। শুধরে নেওয়ার অনুরুধ রইল।
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। বইয়ের লিংক ঠিক করা হয়েছে।
আমি বই gula পড়ে নির্বাক hoe গেসি,মানুষ এত সুন্দর করে কিভাবে লিখতে পারে.
নির্বাক হওয়ার মতই! স্যারের প্রায় সবগুলো বইই অসাধারণ!
আর বই এর ডাউনলোড লিংক দরকার
Children’s Adventures
* Amar Bondhu Rashed (Bengali: আমার বন্ধু রাশেদ) (Rashed My Friend)
* Ami Topu (Bengali: আমি তপু) (I am Topu)
* AAdh Dojon School (Bengali: আধ ডজন স্কুল)
* Bachcha Bhoyonkor Kachcha Bhoyonkor (Bengali: বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর) (Children Are Dangerous)
* Bokulappu (Bengali: বকুলাপ্পু)
* Brishtir Thikana (Bengali: বৃষ্টির ঠিকানা) (Address of Rain)
* Bubuner Baba (Bengali: বুবুনের বাবা) (Bubun’s Father)
* Chelemanushi (Bengali: ছেলেমানুষী) (Childish)
* Dipu Number Two (Bengali: দীপু নাম্বার টু)
* Dosshi Kojon (Bengali: দস্যি ক’জন) (Little Pirates)
* Dushto Cheler Dol (Bengali: দুষ্টু ছেলের দল) (Bad Boys Gang)
* Hatkata Robin (Bengali: হাতকাটা রবিন)
* Jarul Chowdhurir Manikjorr (Bengali: জারুল চৌধুরীর মানিকজোড়)
* Kajoler Dinratri (Bengali: কাজলের দিনরাত্রি) (Day and Night of Kajol)
* Kaabil Kohkafi (Bengali: কাবিল কোহকাফী)
* Litu Brittanto (Bengali: লিটু বৃত্তান্ত) (Story of Litu)
* Nat-Boltu (Bengali: নাট-বল্টু)
* Nitu O Taar Bondhura (Bengali: নিতু ও তার বন্ধুরা) (Nitu and Her Friends)
* Raju O Agunalir Bhoot (Bengali: রাজু ও আগুনালির ভূত) (Raju and the Ghost of Agunali)
* Schooler Naam Pothochari (Bengali: স্কুলের নাম পথচারী) (A School named Pothochari)
* T-Rexer Sondhane (Bengali: টি-রেক্সের সন্ধানে) (In Search of T-Rex)
* Tinni o Bonna (Bengali: তিন্নি ও বন্যা) (Tinni and Bonna)
* Rasha (Bengali: রাশা) (2010)
* Mayetir nam Narina (Bengali: মেয়েটির নাম নারীনা) (a Girl nammed Narina)(2009)
* Labu elo shohore (Bengali: লাবু এলো শহরে) (Labu comes to town)
[edit] Math and science
* Dekha Alor Na Dekha Rup (Bengali: দেখা আলোর না দেখা রূপ) (Seen Light Unseen Charm) (1986)
* Neurone Onuronon (Bengali: নিউরনে অণুরণন) (with Mohammad Kaykobad)(2002)
* Abaro Neurone Onuronon (Bengali: আবারো নিউরণে অণুরণন) (with Mohammad Kaykobad)(2003)
* Gonit Abong Aro Gonit (Bengali: গণিত এবং আরো গণিত) (Maths and More Maths) (with Zakaria Swapan)
* Bigganer Ekso Mojar Khela (Bengali: বিজ্ঞানের একশ মজার খেলা) (100 Interesting Games of Science)
* Goniter Moja, Mojar Gonit (Bengali: গণিতের মজা মজার গণিত) (Fun of Math, Funny Math)
* Aktukhani Bigyan (Bengali: একটুখানি বিজ্ঞান) (A Little Science) (2007)
* Theory Of Relativity (Bengali: থিওরি অফ রিলেটিভিটি) (2008)
* Quantum Mechanics (Bengali: কোয়ান্টাম মেকানিক্স) (2009) [2]
* Aro Aktukhani Bigyan (Bengali: আরো একটুখানি বিজ্ঞান) ( Á little bit more science)
প্লীজ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সাইফ বিপদে পড়ল এবার!!
মিয়া!!! উনি মনে হয় উইকিপিডিয়া থেকে কপিপেস্ট মারছেন! কারণ অনেকগুলোই অলরেডি দেওয়া আছে! যেগুলো দিয়েছেন ঐগুলো অনলাইনেই নাই!
আমি তো উইকিপিডিয়া থেকে ডিসি ,তাতে অসুবিদা কী ?
ভাইরে আর একটু কষ্ট করলে ভালো হত না। কোনটা কোন জাতের বই তা যদি দিতেন।
বস আপনার ব্লগে প্রথম এলাম, একটাই সমস্যা লাগতেছে লোডিং টাইম একটু বেশী।
প্রথমবার লোডিং টাইম একটু বেশী লাগবে পরেরবার থেকে ঠিক হয়ে যাবে।
জাফর ইকবালের বেশ কিছু সৃষ্টি অনবদ্য, তবে সবগুলো না।
বিজ্ঞান কল্পকাহিনী গুলো অনেক ক্ষেত্রে একই ধরনের।
* Neurone Onuronon (Bengali: নিউরনে অণুরণন) (with Mohammad Kaykobad)(2002)
এই বই খুজবার জন্য আসছিলাম, আজ সারাদিন বাত্তি দিয়া খুজতেছি, যদি পাও আওয়াজ দিও ।
বইটার বাংলা আমার কাছে আছে। কিন্তু অনলাইনে কোনখানেও পাই নি।
বইটার ধরন সম্পর্কে জানেন তো?
চমৎকার পোস্ট এতদিন চোখে পড়লো না কেন? ……..
মিডিয়াফায়ার এ আপলোডের জন্য হিমু ভাইকে ধন্যবাদ।
এতগুলো বই একসাথে দেখে অনেক ভাল লাগলো…
ভাই , জফর ইকবাল স্যারের একটা গল্প সমগ্র বের হয়েছে । ওইটার পি ডি এফ কপি কি বের হয়েছে বা আপনার কাছে আছে ? যদি দিতে পারতেন তবে খুব ভালো হতো । এই বইটা নিয়ে নাগরিকব্লগে আমি একটা রিভিউ লিখব । আমার ধারনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই বই পড়ে দেখা উচিত । মুক্তিযুদ্ধ নিয়ে এতটা আবেগপূর্ণ ছোট গল্প বাংলা সাহিত্যে আর কেউ লিখতে পেরেছেন বলে মনে পড়ে না । বিশেষ করে “একজন দূর্বল মানুষ” গল্পটা ।
আপনার কাছে যদি বইটি থাকে তবে কি দয়া করে মেইল করে দিবেন ? আর আপনার এই বইয়ের সংগ্রহ দেখে আমি অভিভূত । হ্যাটস অফ ।
ভালো থাকবেন । কল্যাণ হোক ।
নিঝুম মজুমদার
ভাই নিঝুম আপনাকে ধন্যবাদ।
আপনি কি দয়া করে বলতে পারবেন স্যারের ঐ গল্প সমগ্র’র নামটা কী?
আমি খুঁজে দেখতাম…
ভাই, বইটার নাম “গল্পসমগ্র”
বইগুলোর জন্য ধন্যবাদ। ভাইয়া আপনি Esnips.com এ খুঁজে দেখলে মুহম্মদ জাফর ইকবালের আরো কিছু বই পেতে পারেন।
You miss maku kahini (2d) . We r animate already you know that . and tratulyar jogot (3d). And big party with jafor ikbal sir.
RO KOIKTA BOOK AR LINK DIAN.
Kiriti Rai ar boi upload kora jaina???????
সাইফ ভাই আপনাকে ও হিমু ভাই কে অনেক ধন্যবাদ।এই মাত্র সব গুলো বই নামিয়েছি।তবে
# ট্রাইট্রন একটি গ্রহের নাম (Tritron Ekti Groher Nam)# বইটির লিংক কাজ করে না।# ফোবিয়ানের যাত্রী (Fobianer Jatri) ও রংগিন চশমার রার ফাইল করাপ্টেড দেখায়। অপেন হয়না। সবকিছুর পরে আবারও অনেক ধন্যবাদ বইগুলোর লিঙ্কের জন্য।
আপনাকে ধন্যবাদ যদিও বই গুলোর বেশীর ভাগ বই-ই- পড়া!!!
অনেক অনেক ধন্যবাদ :lol::lol:
How are you,Boss Saif? Many Many Thanks Saif Vai for giving these very useful links.I like these books very much written by Iqbal Sir.Moreover your site is very nice.I am pleased here.Wish you good luck and happy life.OK
Welcome.
Boss, It’s hoped that you are well.But it is a matter of sorrow that some links of books such as:ট্রাইট্রন একটি গ্রহের নাম (Tritron Ekti Groher Nam)
টুকি এবং ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান (Tuki Ebong Jhaer (Pray Dusshahoshik Ovijan) | মিররঃ ডাইরেক্ট + রিজিউমবল
রঙিন চশমা (জাফর স্যারের আত্মকাহিনী… খুবই মজার) (Rongin Choshma) etc. no longer work.So boss it’s an urgent request to you that very soon you will fix this problem by enabling those links above mentioned.Thank You…..http://www.saiftheboss.com/wp-content/plugins/wp-monalisa/icons/cry.gif
Links Updated 🙂
সাইটটা জোস হয়েছে সাইফ। তোমাকে গেট-টুগেদারে দেখলাম দুর থেকে। ছোটাছুটি করছিলে। অবাক হয়েছি। এত কম বয়সেই অনেক কিছু শিখেছো। তোমার একটি সুন্দর ভবিষ্যত কামনা করছি।
ওহহ..ধন্যবাদ। আপনার অরজিনাল নামটা জানি কি? মনে করতে পারছি না!
9,35,39 বাদে বাকি সবগুলোই পড়া!!!
৯৫% বই পড়া। আমিও আপনার মত স্যারের ফ্যান । অক্টোপাস এর চোখ এর সম্পূর্ণ বই এর লিঙ্ক দেওয়া যাবে।
অক্টোপাসের চোখ তো মাত্র একটা গল্প। গত বইমেলায় “অক্টোপাসের চোখ” নামে স্যারের একটি সংকলন বের হয়েছিল। ওটা নেট এ পাই নি।
এই বইমেলেয়ায় “দলের নাম ব্ল্যাক ড্রাগন” বই বের হইসে, মূরর্ছনায় দেখলাম। ৩০ বার সাইন আপ করছি অই বই এর জন্য, কিন্তু ডাউনলোড করতে পারি নাই, আপনি ডাউনলোড করে মিডীয়াফায়ার/ হটফাইল এ একটু কস্ট করে আপলোড করবেন । তাহলে খুসি হইতাম
টুকু এবং ঝায়ের…………. বইটি অনেকদিন থেকে খুজছিলাম,পেয়ে ভাল লাগল।স্পীড কম থাকায় এখনি ডাউনলোড দিলাম না।
প্রবাসে কাজের ফাকে একটু অবোসরে যখন একটা বাংলা বই পড়ার জন্য মনটা ছটফত কbiরে তখন আমরা প্রবাসিরা হন্য হয়ে বিভিন্ন wed site এ প্রিও খুজি । যখন পায় তখন আপনাদের প্রতি kritoggotai মনটা ভোরে ওঠে।
আপনার কাজে লেগেছে জেনে খুশি হলাম। 🙂
চমৎকার কালেকশন। ভাই আরো একটি বিজয় চাই বইটা দরকার… আছে নাকি খোঁজে??
স্যরি! বইটা নাই আমার কাছে! 🙁
Via Dosshi kojon boita collection a ase ??
please add jafor sir’s math related book. i think these will help all the students who are waiting to rebuilt their knowledge in mathematics. the list of those books are given below
Dekha Alor Na Dekha Rup (Bengali: দেখা আলোর
না দেখা রূপ) (Seen Light Unseen Charm) (1986)
Neurone Onuronon (Bengali: নিউরনে
অণুরণন) (with Mohammad
Kaykobad)(2002)
Neurone Abaro Onuronon (Bengali: নিউরণে আবারো
অণুরণন) (with Mohammad
Kaykobad)(2003)
Gonit Abong Aro Gonit (Bengali: গণিত এবং
আরো গণিত) (Maths and More Maths)
(with Zakaria Swapan)
Bigganer Eksho Mojar Khela (Bengali: বিজ্ঞানের একশ
মজার খেলা) (100 Interesting Games
of Science)
Goniter Moja, Mojar Gonit (Bengali: গণিতের মজা
মজার গণিত) (Fun of Math, Funny
Math)
Aktukhani Bigyan (Bengali: একটুখানি
বিজ্ঞান) (A Little
Science) (2007)
Theory Of Relativity (Bengali: থিওরি অফ
রিলেটিভিটি) (2008)
Quantum Mechanics (Bengali: কোয়ান্টাম
মেকানিক্স) (2009) [4]
Aro Aktukhani Bigyan (Bengali: আরো একটুখানি
বিজ্ঞান) ( Á little bit
more science)
bigyan o gonit shomogro (Bengali: িবজঞান ও
গিনত সমগ) (collection of science
and math)(2011)
জাফর স্যারের দেশের বাইরে দেশ বই টা আপলোড করবে প্লীজ।
আপলোড করলাম। এই যে লিংক: https://dl.dropbox.com/u/5417937/PDFs/Desher%20Baire%20Desh%20By%20Muhammad%20Jafar%20Iqbal.pdf
Sorry I don’t have it!
মুহম্মদ জাফর ইকবাল স্যারের বইয়ের কোন জবাব হবেনা । এতগুলো বই সাইটে প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ । আপনার সাইট দারুন ভাবে সাজিয়েছেন । যে বইগুলো মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাচ্ছেনা সেগুলো নতুন করে আপলোড করবেন প্লিজ ।
সহমত। কিন্তু আপনাকে একটু কষ্ট করতে বলতে হবে কোনগুলো কাজ করছে না। তাহলে আমি সেগুলো আপলোড করব নতুন করে।
neuron abaro onuronon boi goli jodi thakto,,,eiiiiiiiiiiiiiiiis.tobuo apnake donnobad
এতগুলো বই সাইটে প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে .
bhai dosshi kojon dewa jae na?
dosshi kojon boita upload korun please
Sorry. I don’t have it! 🙁