Browse By

About

সাইফ হাসান এর পার্সোনাল ব্লগে স্বাগতম

স্বাগতম আপনাকে সাইফ হাসান (সাইফ দি বস ৭) এর পার্সোনাল ব্লগ সাইটে।  ২০০৯ সালে সর্বপ্রথম নিজের কথাগুলো সবার সাথে শেয়ার করার জন্য সাইটটি তৈরি করি। কালক্রমে নিজের কথা ছাড়াও বিভিন্ন কাজে এই ওয়েবসাইটটি ব্যবহৃত হয়েছে।

আমি বি এ এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বর্তমানে গুগল এডসেন্স পাবলিশার, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট এবং বসহোস্টবিডি’র সহ প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত আছি। আমি ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য সিএমএস এ কাজ করছি। থাকি ঢাকায়। বই পড়তে ভালবাসি। মুভি দেখতে পছন্দ করি। বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি। ফোরামিং করতে পছন্দ করি

পছন্দের বিষয়সমূহ

 • নতুন টেকনোলজি এক্সপ্লোর করতে পছন্দ করি
 • উইন্ডোজ অপারেটিং সিস্টেম পছন্দ করি
 • এন্ড্রয়েড এপল আইফোন ম্যাক ইত্যাদি বিষয়ে আগ্রহ আছে
 • এন্ড্রয়েড টিংকারিং করতে পছন্দ করি
 • কম্পিউটার এর যাবতীয় সমস্যা ফিক্স করতে ভাল লাগে
 • ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে ভাল লাগে
 • ইংলিশ বই পড়তে পছন্দ করি (থ্রিলার/মিস্ট্রি)

আমাকে ফলো করুন:

2 thoughts on “About”

 1. Tapash dev says:

  আপনাকে অভিনন্দন ।

 2. Tapash dev says:

  আমি একজন নির্যাতিত বাঙ্গালী ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।