Categories
আমার যত কথা

সাময়িক বিরতিতে যাচ্ছি! সবাইকে Bye!

অনেকদিন তো হল অনলাইনে আছি!
এবার একটু বিরতিতে যেতে চাই!
দিনের প্রায় ৭০-৮০% অনলাইনেই ব্যয় করার ফলে অনলাইন জীবন ছাড়াও যে প্রকৃত আরেকটা জীবন আছে তা ভুলতে বসেছি প্রায়!
তাই আমার ব্লগের সকল পাঠক, পাঠিকা, শুভনুধ্যায়ীসহ সকলকে জানাতে চাই আপাতত একটু বিশ্রামে যাচ্ছি!

১৫ নভেম্বরের আগে সম্ভবত আর আসা হবে না!

আমার অবর্তমানে রাসেল আহমেদ ভাই ও শাওন দি বস ৪ পোস্ট করে যাবে!

সবাইকে বিদায়!

By সাইফ দি বস ৭

পুরো নাম সাইফ হাসান। ছোটকাল থেকেই প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রচুর আগ্রহ এবং কৌতূহল। বর্তমানে কর্মরত আছেন পপটিন এর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। হিউম্যান সেন্টার্ড ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

6 replies on “সাময়িক বিরতিতে যাচ্ছি! সবাইকে Bye!”

মন্তব্য করুন