অনেকদিন তো হল অনলাইনে আছি!
এবার একটু বিরতিতে যেতে চাই!
দিনের প্রায় ৭০-৮০% অনলাইনেই ব্যয় করার ফলে অনলাইন জীবন ছাড়াও যে প্রকৃত আরেকটা জীবন আছে তা ভুলতে বসেছি প্রায়!
তাই আমার ব্লগের সকল পাঠক, পাঠিকা, শুভনুধ্যায়ীসহ সকলকে জানাতে চাই আপাতত একটু বিশ্রামে যাচ্ছি!
১৫ নভেম্বরের আগে সম্ভবত আর আসা হবে না!
আমার অবর্তমানে রাসেল আহমেদ ভাই ও শাওন দি বস ৪ পোস্ট করে যাবে!
সবাইকে বিদায়!
6 replies on “সাময়িক বিরতিতে যাচ্ছি! সবাইকে Bye!”
হমম। বুঝলাম।
কাহিনী কি ? সবাই জীবন নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছে মনে হচ্ছে। অয়ন খানের পর দেখতেছি তুমি।
আপনারা সবাই এইভাবে জীবন নিয়ে চিন্তা করলে আমাদের কি হবে????
আসলে পরীক্ষা সামনে তো! জুনিয়র স্কুল সার্টিফিকেট!
ওহ। তাইলে কিন্তু বৃত্তি পাওয়া লাগবে সাইফ। ভালো করে পড়াশোনা করো।
শীঘ্রই ফিরে আসবেন। দোয়া করি… সুস্থ শরীরে ভাল মত পরীক্ষা দেন।
সাইফ তোমার অপেক্ষায় থাকলাম .. ভালো করে পরীক্ষা দিয়ে আসো ।